কমিউনিটির নির্দেশিকা
আপডেট করা হয়েছে: আগস্ট 2023

Snap-এ আমরা মানুষকে তাদের চিন্তাধারা বা দৃষ্টিভঙ্গী প্রকাশ করতে সক্ষম করে তুলে, প্রত্যেক মুহূর্ত উপভোগ করতে, পৃথিবী সম্পর্কে জানতে, এবং একসাথে আনন্দ করার ক্ষমতা প্রদান করে মানব জাতির উন্নয়নে অবদান রাখি। Snapchatter-রা যাতে প্রতিদিন নিরাপদে আমাদের পরিষেবাগুলো ব্যবহার করতে পারে, তা নিশ্চিত করার পাশাপাশি নিজস্ব ভাব প্রকাশের পরিধিকে প্রশস্ত করতে উৎসাহ দিয়ে আমাদের লক্ষ্য পূরণে সহায়তা প্রদান করার জন্য আমরা এই কমিউনিটির নির্দেশিকাসমূহ তৈরি করেছি। আমরা চাই এই নির্দেশিকাগুলো যেন আমাদের সমস্ত সদস্যের কাছে স্পষ্ট হয় এবং তারা যেন এগুলো বুঝতে পারেন। অনুগ্রহ করে মনে রাখবেন, আমাদের কমিউনিটিতে যোগ দেওয়ার জন্য অবশ্যই আপনার বয়স কমপক্ষে 13 বছর হতে হবে।
এই নির্দেশিকাসমূহ Snapchat-এ সমস্ত বিষয়বস্তু (যার মধ্যে রয়েছে সমস্ত ধরনের যোগাযোগ, যেমন টেক্সট, ইমেজ, জেনারেটিভ AI, লিঙ্ক বা অ্যাটাচমেন্ট, ইমোজি, লেন্স এবং অন্যান্য সৃজনশীল টুলসমূহ) বা আচরণ — এবং সব Snapchatter-এর ওপর প্রযোজ্য হবে। আমরা বিশেষত সেই সমস্ত বিষয়বস্তু বা আচরণের ব্যাপারে সংবেদনশীল, যেগুলো Snapchatter-দের ওপর গুরুতর ঝুঁকি তৈরি করে এবং যে সমস্ত ব্যবহারকারী অনুরূপ আচরণে জড়িত থাকেন, আমরা তাদের বিরুদ্ধে অবিলম্বে, স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারি। কোন বিষয়গুলোকে আমরা গুরুতর ক্ষতি বা ঝুঁকি হিসাবে বিবেচনা করি এবং এর বিরুদ্ধে আমরা কীভাবে পদক্ষেপ গ্রহণ করি, সেই ব্যাপারে অতিরিক্ত নির্দেশিকা এখানে উপলভ্য।
বিজ্ঞাপনদাতা এবং মিডিয়া পার্টনারগণ ডিসকভার-এ, তাদের বিষয়বস্তু নির্ভুল এবং, যেখানে প্রয়োজন সেখানে সত্যতা-যাচাই করার আবশ্যিকতা সহ, অতিরিক্ত নির্দেশিকাগুলির সাথে সম্মত হন। এছাড়া ডেভেলপাররাও অতিরিক্ত নিয়মসমূহের শর্তাধীন। এছাড়া আমাদের কমিউনিটি নির্দেশিকাসমূহ অনুযায়ী জেনারেটিভ AI বিষয়বস্তু বজায় রাখতে আমরা সুরক্ষামূলক পদক্ষেপ বাস্তবায়িত করি।
আমরা এখানে এবং আমাদের পরিষেবার শর্তাবলীতে Snapchat-এ নিষিদ্ধ কনটেন্টের জন্য নির্দিষ্ট বিধিসমূহের রূপরেখা দিয়েছি এবং এই বিধিসমূহ যেন ধারাবাহিকভাবে প্রয়োগ করা হয় তা নিশ্চিত করার জন্য আমরা কাজ করি৷ যখন এই নিয়মসমূহ প্রয়োগ করা হয়, তখন আমরা বিষয়বস্তুর ধরনও বিবেচনা করি, যার মধ্যে রয়েছে সেটির মধ্যে সংবাদ হওয়ার কতটা নির্যাস, সত্যতা রয়েছে এবং সেটি কোনো রাজনৈতিক, সামাজিক বিষয় বা আমাদের কমিউনিটির অন্য কোনো উদ্বেগ/সংস্রবের সাথে সম্পর্কযুক্ত কি না। আমরা কীভাবে বিষয়বস্তু নিয়ন্ত্রিত করি এবং আমাদের নীতিসমূহ কার্যকর করি, সে ব্যাপারে অতিরিক্ত প্রসঙ্গ এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়া নিচের প্রতিটি বিভাগের মাধ্যমে আমরা আমাদের কমিউনিটির নির্দেশিকা সম্পর্কে আরও বিশদ তথ্যের লিঙ্ক প্রদান করি।
আমরা চাই Snapchat-এ সকলের একটি নিরাপদ এবং ইতিবাচক অভিজ্ঞতা হোক। কোন কনটেন্ট বা আচরণ আমাদের বিধিসমূহ লঙ্ঘন করে, সে সম্পর্কে আমরা আমাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে, সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংরক্ষণ করি।

যৌন বিষয়বস্তু
  • আমরা এমন যে কোনো কার্যকলাপকে নিষিদ্ধ করি, যেটির মাধ্যমে কোনো অপ্রাপ্তবয়স্কের যৌন শোষণ বা অত্যাচার করা হয়, যার মধ্যে রয়েছে শিশুর যৌন শোষণ বা অপব্যবহারের ছবি শেয়ার করা, শিশুদের যৌনতার জন্য প্রস্তুত করা বা যৌন নির্যাতন (যৌন অত্যাচার) বা যৌনতার উপাদান হিসাবে তুলে ধরা। শিশুর যৌন শোষণের সমস্ত চিহ্নিত করা ঘটনাগুলো এবং অনুরূপ আচরণ করার প্রচেষ্টার ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করি। 18 বছরের কম বয়সী কারও সাথে জড়িত নগ্ন বা যৌনতাপূর্ণ কনটেন্ট পোস্ট, সেভ, পাঠান, ফরোয়ার্ড, বিতরণ করবেন না বা চাইবেন না (এর মধ্যে নিজের এই ধরনের ছবি পাঠানো বা সেভ করা অন্তর্ভুক্ত)।
  • আমরা পর্নোগ্রাফি বা যৌন কার্যকলাপ সম্পর্কিত বাণিজ্যিক ক্রিয়াকলাপ (অনলাইন হোক বা অফলাইন) এবং পর্নোগ্রাফিক কনটেন্টের প্রচার, বিতরণ বা শেয়ার করা নিষিদ্ধ করি।
  • স্তন্যপান করানো এবং অ-যৌন প্রসঙ্গে নগ্নতার অন্যান্য চিত্রায়ন সাধারণত অনুমোদিত।
  • আমাদের কমিউনিটির নির্দেশিকা লঙ্ঘন করা যৌন আচরণ এবং বিষয়বস্তুর ব্যাপারে অতিরিক্ত নির্দেশিকা এখানে উপলভ্য

হয়রানি এবং লাঞ্ছনা
  • আমরা যে কোনো ধরনের হয়রানি এবং লাঞ্ছনা নিষিদ্ধ করি। এটি অন্যান্য ব্যবহারকারীদের কাছে অবাঞ্ছিত যৌনতাপূর্ণ, ইঙ্গিতপূর্ণ বা নগ্ন ছবি পাঠানো সহ সমস্ত ধরণের যৌন হয়রানির ক্ষেত্রেও প্রযোজ্য। কেউ আপনাকে ব্লক করলে, অন্য কোনো Snapchat অ্যাকাউন্টের মাধ্যমে আপনি তার সাথে হয়তো যোগাযোগ করতে পারবেন না।
  • বাথরুম, বেডরুম, লকার রুম বা মেডিকেল ফেসিলিটির মতো ব্যক্তিগত জায়গায় কোনো ব্যক্তির অজান্তে এবং সম্মতি ছাড়াই তার ছবি শেয়ার করা এবং নিপীড়নের উদ্দেশ্যে সংশ্লিষ্ট ব্যক্তির অজান্তে এবং সম্মতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য শেয়ার করা আমরা নিষিদ্ধ করেছি (যেমন ডক্সিং)।
  • যদি কেউ আপনার Snap-এ চিত্রিত হয় এবং আপনাকে এটি অপসারণ করার জন্য বলে, তবে দয়া করে তা করুন! অন্যদের গোপনীয়তার অধিকারকে সম্মান করুন।
  • এছাড়া অনুগ্রহ করে অনুমোদনযোগ্য কোনো বিষয়বস্তুর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে অভিযোগ দাখিল করার মতো আমাদের রিপোর্টিং প্রক্রিয়াগুলোর অপব্যবহার করে অন্য Snapchatter-কে হেনস্থা করবেন না।
  • আমাদের কমিউনিটির নির্দেশিকা লঙ্ঘন করে, এমন উৎপীড়ন করা এবং হয়রানি করার মতো কার্যকলাপের ব্যাপারে অতিরিক্ত নির্দেশিকা এখানে উপলভ্য।

হুমকি, হিংসা এবং ক্ষতি
  • হিংসাত্মক বা বিপজ্জনক আচরণে উৎসাহিত করা বা জড়িত করা নিষিদ্ধ। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কারো সম্পত্তির ক্ষতি করার জন্য কখনও ভয় দেখাবেন না বা হুমকি প্রদান করবেন না।
  • পশু নির্যাতন সহ অযাচিত বা গ্রাফিক হিংসার Snap অনুমোদিত নয়।
  • আমরা নিজের-ক্ষতি, আত্মহত্যা বা খাওয়ার ব্যাধির প্রচারণা সহ নিজের ক্ষতি করার প্রশংসা করার অনুমতি প্রদান করি না।
  • আমাদের কমিউনিটির নির্দেশিকা লঙ্ঘন করে এমন হুমকি, হিংসা এং ক্ষতির ব্যাপারে অতিরিক্ত নির্দেশিকা এখানে উপলভ্য।

ক্ষতিকর মিথ্যা বা প্রতারণামূলক তথ্য
  • আমরা ক্ষতিকারক বা বিদ্বেষপরায়ণ এমন মিথ্যা তথ্য ছড়ানো নিষিদ্ধ করি, যেমন দুঃখজনক ঘটনার অস্তিত্ব অস্বীকার করা, অপ্রমাণিত চিকিৎসা সম্পর্কিত দাবি, নাগরিক প্রক্রিয়ার অখণ্ডতা হ্রাস করা বা মিথ্যা বা বিভ্রান্তিকর উদ্দেশ্যে বিষয়বস্তু পরিচালনা করা (জেনারেটিভ AI অথবা প্রতারণামূলক এডিটিংয়ের মাধ্যমে হলেও তা সহ)।
  • যা আপনি নন এমন কেউ (বা কোনকিছু) হওয়ার ভান করতে, বা আপনি কে সেই বিষয়ে লোকেদের প্রতারণা করার চেষ্টা করাকে আমরা নিষেধ করি। এর মধ্যে রয়েছে ক্ষতিকারক, অ-ব্যঙ্গাত্মক উদ্দেশ্যের জন্য আপনার বন্ধু, সেলিব্রিটি, বিখ্যাত ব্যক্তি, ব্র্যান্ড বা অন্য লোকজন অথবা সংগঠনের ছদ্মবেশধারণ করা।
  • আমরা ফলোয়ারের প্রচারের জন্য পেমেন্ট বা ফলোয়ার বৃদ্ধি করার অন্যান্য উপায়, স্প্যাম অ্যাপ্লিকেশনের প্রচার বা মাল্টিলেভেল মার্কেটিং অথবা পিরামিড স্কিমের প্রচার সহ স্প্যাম নিষিদ্ধ করেছি।
  • আমরা জালিয়াতিপূর্ণ পণ্য বা পরিষেবার প্রচার, দ্রুত ধন-সম্পদ অর্জন করার স্কিম বা Snapchat অথবা Snap Inc.-এর নকল করা সহ জালিয়াতি এবং প্রতারণামূলক কাজকর্ম নিষিদ্ধ করেছি।
  • আমাদের কমিউনিটির নির্দেশিকা লঙ্ঘন করে, এমন ক্ষতিকর মিথ্যা বা প্রতারণামূলক বিষয়বস্তুর ব্যাপারে অতিরিক্ত নির্দেশিকা এখানে উপলভ্য।

অবৈধ বা নিয়ন্ত্রিত ক্রিয়াকলাপ
  • আপনার বিচারাধীন ক্ষেত্রে যা অবৈধ বা যে কোনো বেআইনি কার্যকলাপের জন্য বিষয়বস্তু পাঠাতে অথবা পোস্ট করতে Snapchat ব্যবহার করবেন না। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অবৈধ বা নিয়ন্ত্রিত মাদক, নিষিদ্ধ পণ্য (যেমন শিশু যৌন নির্যাতন বা শোষণের চিত্র), অস্ত্র, বা জাল পণ্য বা নথি ক্রয়, বিক্রয়, বিনিময় বা বিক্রয়ে সুবিধা করে দেওয়ার মতো অপরাধমূলক কার্যকলাপের প্রচার, সহায়তা বা তাতে অংশগ্রহণ করা। এছাড়া এর মধ্যে রয়েছে কোনো প্রকারের শোষণের প্রচার বা সুবিধা করে দেওয়া, যেমন যৌন কার্যকলাপের জন্য পাচার, শ্রমের জন্য পাচার অথবা অন্য ধরনের মানব পাচার।
  • আমরা জুয়া, তামাক বা ভ্যাপ জাতীয় পণ্য এবং অ্যালকোহলের অননুমোদিত প্রচার সহ নিয়ন্ত্রিত পণ্য বা শিল্পের অবৈধ প্রচার নিষিদ্ধ করি৷
  • আমাদের কমিউনিটির নির্দেশিকা লঙ্ঘন করে, এমন নিষিদ্ধ অবৈধ বা নিয়ন্ত্রিত কার্যকলাপের ব্যাপারে অতিরিক্ত নির্দেশিকা এখানে উপলভ্য।

ঘৃণ্য বিষয়বস্তু, সন্ত্রাসবাদ এবং সহিংস চরমপন্থা
  • সন্ত্রাসী সংগঠন, সহিংস চরমপন্থী এবং ঘৃণ্য গোষ্ঠীগুলোর জন্য আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে৷ সন্ত্রাসবাদ বা সহিংস চরমপন্থাকে সমর্থন করে বা অগ্রসর করে এমন সামগ্রীর প্রতি আমাদের কোনো সহনশীলতা নেই।
  • যে সব বিদ্বেষমূলক বক্তব্য বা বিষয়বস্তু কোনো ব্যক্তিকে তার জাতিগত পরিচয়, গায়ের রঙ, জাত, সংস্কৃতি, রাষ্ট্রীয় পরিচয়, ধর্ম, যৌন অভিব্যক্তি, লিঙ্গগত পরিচয়, প্রতিবন্ধকতা বা সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যপদের পদমর্যাদা, তার অভিবাসনগত অবস্থা, আর্থসামাজিক অবস্থা, বয়স, ওজন বা গর্ভবতী হওয়ার অবস্থার উপর ভিত্তি করে খাটো করে, অপমান করে বা তার বিরুদ্ধে বৈষম্য বা জুলুমের প্রচার করে, তা নিষিদ্ধ করা হয়েছে।
  • আমাদের কমিউনিটির নির্দেশিকা লঙ্ঘন করে এমন ঘৃণাপূর্ণ বিষয়বস্তু, সন্ত্রাসবাদ এবং সহিংস চরমপন্থার ব্যাপারে অতিরিক্ত নির্দেশাবলী এখানে উপলভ্য।

অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনি সব সময় আমাদের অ্যাপ মধ্যস্থ রিপোর্টিং ফিচার ব্যবহার করে অথবা এই ফর্মটি পূরণ করে আমাদের বিশ্বাস এবং সুরক্ষা টিমের কাছে অভিযোগ জমা দিতে পারেন (আপনার Snapchat অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, এটির মাধ্যমে আপনি যে কোনো উদ্বেগের ব্যাপারে রিপোর্ট করতে পারেন)। এই নির্দেশিকাগুলির লঙ্ঘন নির্ধারণ করতে আমরা এই রিপোর্টগুলি পর্যালোচনা করি৷ আপনি এই কমিউনিটির নির্দেশিকাগুলি লঙ্ঘন করলে, আমরা আপত্তিকর বিষয়বস্তু অপসারণ করতে পারি, আপনার অ্যাকাউন্ট বন্ধ বা সীমাবদ্ধ করতে পারি, এবং/অথবা আইন প্রয়োগকারীদের তা জানাতে পারি। কোনো কার্যকলাপ যখন মানব জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয়, তখন আমরা আইন বাস্তবায়নকারী সংস্থাকেও সেই তথ্য জানাই। এই নির্দেশিকা লঙ্ঘন করার জন্য আপনার অ্যাকাউন্ট যদি বাতিল করা হয়ে থাকে, তাহলে আপনি আর Snapchat ব্যবহার করতে পারবেন না অথবা অন্য কোনোভাবে এই বাতিলকরণ এড়াতে পারবেন না।
Snap সেই ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্ট অ্যাক্সেস অপসারণ বা সীমাবদ্ধ করার অধিকার সংরক্ষণ করে যাদের বিরুদ্ধে আমাদের বিশ্বাস করার কারণ আছে, আমাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে, Snapchat-এর মধ্যে বা বাইরে যারা অন্যদের জন্য বিপদ ডেকে আনে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ঘৃণ্য গোষ্ঠী এবং সন্ত্রাসবাদী সংগঠনের নেতা, জুলুমে প্ররোচনা প্রদানকারী খ্যাতিসম্পন্ন ব্যক্তি, অন্যদের গুরুতর ক্ষতি করে বা এমন আচরণ যা মানব জীবনের জন্য হুমকিস্বরূপ বলে আমরা বিশ্বাস করি। অনুরূপ আচরণ মূল্যায়ন করার ক্ষেত্রে অ্যাকাউন্টের অ্যাক্সেস সরিয়ে দেওয়া হবে, না কি তাতে বিধি-নিষেধ যুক্ত করা হবে, তা নির্ধারণ করার জন্য আমরা সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ অথবা আইন বাস্তবায়নকারীর মতো অন্যান্য সোর্সের নির্দেশিকাও বিবেচনা করি।
Snapchat এ নিরাপত্তা সম্পর্কে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে আমাদের নিরাপত্তা কেন্দ্র পরিদর্শন করুন। সেখানে, আপনি আপনার গোপনীয়তার সেটিংস আপডেট করা, আপনার বিষয়বস্তু কে দেখতে পারবে তা বেছে নেওয়া এবং অন্যান্য ব্যবহারকারীদের ব্লক করা সহ আপনার Snapchat অভিজ্ঞতা পরিচালনার বিষয়ে বিস্তারিত নির্দেশাবলী পাবেন।