Privacy, Safety, and Policy Hub

নীতি কেন্দ্র

Snapchat জুড়ে নিয়মাবলী এবং নীতিসমূহ বুঝে নেওয়ার জন্য আপনার রিসোর্স।

ভূমিকা

আমরা চাই যে আমাদের প্ল্যাটফর্ম বা প্রোডাক্ট যারা ব্যবহার করেন, এমন প্রত্যেকের কাছে Snapchat যেন একটি নিরাপদ ও ইতিবাচক অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। এই কারণে আমরা নিয়মসমূহ এবং নীতিমালা তৈরি করছি, যেগুলোতে আমাদের কমিউনিটির সব সদস্যের অধিকার ও দায়িত্ব ব্যাখ্যা করা হয়েছে।

Yes or No

কমিউনিটি নির্দেশিকাসমূহ

আমাদের কমিউনিটির নির্দেশিকাগুলো Snapchatter-দেরকে নিজেদের মনের ভাব প্রকাশ করতে উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদেরকে নিরাপদে রাখার জন্য আমাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। Snapchat-এ কোন ধরনের আচরণ অনুমোদিত নয় এবং আমরা কীভাবে সেই নিয়মসমূহ বাস্তবায়ন করি, সেই সংক্রান্ত নিয়মসমূহ আপনি এখানে পাবেন।

Big Green Tick

সুপারিশ যোগ্যতা বিষয়ক কন্টেন্ট নির্দেশিকা

আমাদের কমিউনিটির নির্দেশিকা এবং পরিষেবার শর্তাবলী ছাড়াও, যে বিষয়বস্তু বৃহত্তর দর্শক-শ্রোতার কাছে পৌঁছায়, সেগুলো নির্মাতার বন্ধু বা ফলোয়ারের বাইরে বাকিদের কাছে অ্যালগোরিদম সংক্রান্ত সুপারিশযোগ্যতা অর্জন করতে হলে এই অতিরিক্ত নির্দেশিকাগুলোও অবশ্যই মেনে চলতে হবে।

Theatre Binoculars

বিজ্ঞাপনের নীতিসমূহ

যে ব্যবসাগুলো বিজ্ঞাপন দেওয়ার জন্য Snap-কে বেছে নেন, তাদের অধিকার ও দায়িত্বগুলো আমাদের বিজ্ঞাপনের নীতিসমূহতে ব্যাখ্যা করা হয়েছে। আমরা প্রত্যাশা করি যে বিজ্ঞাপনদাতারা নিজেদের প্রোডাক্ট, পরিষেবা এবং কন্টেন্টের ব্যাপারে সৎ হবেন, এছাড়া আমাদের বৈচিত্র্যময় কমিউনিটির প্রতি সদয় হবেন এবং Snapchatter-দের গোপনীয়তা নিয়ে কোনো আপস করবেন না। সকল বিজ্ঞাপন আমাদের পর্যালোচনা ও অনুমোদনের শর্তাধীন।

Dollar bills thrown up into the air

বাণিজ্যিক কনটেন্ট নীতি

এই বাণিজ্যিক কনটেন্ট নীতি Snap প্ল্যাটফর্মে কনটেন্ট ছাড়াও Snap দ্বারা পেশ করা বিজ্ঞাপন, যা স্পনসর করা হয়, প্রচার করা হয় বা কোনো ব্র্যান্ড, প্রোডাক্ট, পণ্য বা পরিষেবার (আপনার নিজস্ব ব্র্যান্ড বা ব্যবসা সহ) এবং আর্থিক মূল্য বা বিনামূল্যের উপহার প্রাপ্তির বিনিময়ে আপনি পোস্ট করেছেন, এমন কনটেন্টের উপর প্রযোজ্য হবে।

ক্রিয়েটর মনিটাইজেশন পলিসি

ক্রিয়েটরদের ধারাবাহিকভাবে আকর্ষণীয়, অরিজিনাল এবং প্রামাণিক কনটেন্টের জন্য আমরা যে পুরস্কার দিই, সেটির যোগ্যতাশর্ত এই ক্রিয়েটর মনিটাইজেশন পলিসিতে ব্যাখ্যা করা হয়েছে।

আপনি কি আরও তথ্য খুঁজছেন?

এই অতিরিক্ত রিসোর্সগুলো দেখুন:

গোপনীয়তা কেন্দ্র

আমাদের নীতি এবং অ্যাপ্লিকেশন নিরাপত্তা ফিচার Snapchatter-দের নিজেদের প্রকাশ করতে সাহায্য করে এবং তারা আসলে জানে এমন ব্যক্তিদের সাথে নিরাপদে সংযোগ করতে সাহায্য করে।

সুরক্ষা কেন্দ্র

Snapchatter-দের গোপনীয়তাকে সম্মান করার পাশাপাশি আমরা তাদের সুরক্ষিত রাখার জন্য কী করছি, সেই ব্যাপারে স্বচ্ছতা দেখাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

স্বচ্ছতা সংক্রান্ত রিপোর্ট

Snapchatter-দের গোপনীয়তাকে সম্মান করার পাশাপাশি আমরা তাদের সুরক্ষিত রাখার জন্য কী করছি, সেই ব্যাপারে স্বচ্ছতা দেখাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।