ক্রিয়েটর মনিটাইজেশন পলিসি
যে নির্মাতারা Snapchat-এ ধারাবাহিকভাবে উচ্চমানের কনটেন্ট পাবলিশ করেন, তাদেরকে আমরা আর্থিকভাবে পুরস্কৃত করতে চাই। কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের লক্ষ্যগুলো হলো:
Snapchatter-রা মনে করেন যে আপনার কনটেন্ট দেখে তারা ভাল সময় কাটিয়েছেন এবং
বিজ্ঞাপনদাতারা আপনার কনটেন্টের সঙ্গে তাদের ব্র্যান্ড সংযুক্ত করতে আগ্রহী।
মনিটাইজেশনের জন্য উপযুক্ত হতে গেলে কনটেন্টকে অবশ্যই এই পেজে থাকা নীতিসমূহ এবং নিচের নীতিধারা মেনে চলতে হবে:
আপনার এবং Snap-এর মধ্যে থাকা অন্যান্য কনটেন্ট সংক্রান্ত চুক্তির শর্তাবলী, যদি প্রযোজ্য হয়।
পরামর্শ: আপনার কনটেন্ট আপনার ফলোয়ারদের বাইরেও বৃহত্তর অডিয়েন্সের কাছে পৌঁছাতে হলো আপনার কনটেন্টকে অবশ্যই সুপারিশ যোগ্যতা বিষয়ক কন্টেন্ট নির্দেশিকা মেনে চলতে হবে।
এই পেজে থাকা মনিটাইজেশন নীতিসমূহ বাণিজ্যিক কনটেন্ট নীতি-র থেকে পৃথক, যা কনটেন্ট বিজ্ঞাপনের মধ্যে প্রযোজ্য হয়, অর্থাৎ স্পনসর করা কনটেন্ট।