Prohibited Content

Hate, Terrorism and Extremism

Nope

Snapchat কমিউনিটিতে সারা বিশ্ব থেকে বিভিন্ন ধরনের ব্যবহারকারী রয়েছেন। একটি বন্ধুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করতে, আমরা ঘৃণাপূর্ণ, বৈষম্যমূলক বা চরমপন্থী সামগ্রী নিষিদ্ধ করি যেগুলো কমিউনিটির নিরাপত্তা এবং অন্তর্ভুক্তির প্রতি আমাদের প্রতিশ্রুতিকে দুর্বল করে তোলে।

ঘৃণাত্মক বক্তৃতা বলতে আমরা বোঝায় এমন বিষয়বস্তু যা জাতি, বর্ণ, জাত, জাতিসত্তা, জাতীগত পরিচয়, ধর্ম, যৌন অভিযোজন, লিঙ্গ পরিচয়, অক্ষমতা, বা ভেটেরান্স, অভিবাসন অবস্থা, আর্থ-সামাজিক অবস্থা, বয়স, ওজন বা গর্ভাবস্থার স্থিতির ভিত্তিতে বৈষম্য বা জুলুমকে, অপমান করে বা প্রচার করে।

উপরে তালিকাভুক্ত যেকোনো বিভাগের বদ্ধমূল ধারণাগুলোকে প্রশ্রয় দেওয়া এড়িয়ে চলুন।

আমরা সকল Snapchatter-দের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি বজায় রাখার চেষ্টা করি। সাংস্কৃতিকভাবে সংবেদনশীল ছবির অনুপযুক্ত ব্যবহার এড়িয়ে চলুন। 

Up Next:

Illegal and Dangerous Activity

Read Next