Privacy, Safety, and Policy Hub

অনলাইনে শিশুদের যৌন শোষণ এবং অত্যাচারের মোকাবিলা করার জন্য সর্বপ্রথম এই ধরনের প্রচারণা

17 এপ্রিল, 2024

শিশুদের যৌন শোষণ এবং অত্যাচার অবৈধ, ঘৃণ্য এবং সভ্য আলোচনার একটি বিষয় হিসাবে সাধারণত নিষিদ্ধ। তবে এই ধরনের ভয়ঙ্কর অপরাধগুলো উপেক্ষা করা যাবে না। এই বিষয়গুলো নিয়ে সরকারের বৈঠকে, বোর্ডরুম টেবিলে এবং রান্নাঘরের টেবিলে আলোচনা করতে হবে। কম বয়সী লোকজনকে যৌন আচরণের ঝুঁকির ব্যাপারে সচেতন করে তুলতে হবে এবং প্রাপ্তবয়স্কদেরকে সমস্যাগুলো বুঝতে হবে, যাতে তারা সমস্যায় থাকা কম বয়সী লোকজনকে সাহায্য করতে পারেন। তাই Snap “Know2Protect-এর এক প্রতিষ্ঠা সমর্থক হতে পেরে সম্মানিত বোধ করছে,” যেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর (DHS) দ্বারা আজ সর্বপ্রথম এমন প্রকারের একটি জনসচেতনতা প্রচার চালু করা হয়েছে।

নিষিদ্ধ ছবি তৈরি এবং তা বিতরণ করা থেকে শুরু করে যৌন উদ্দেশ্য ও আর্থিকভাবে অনুপ্রাণিত “সেক্সটর্শন,” এই সমস্ত ক্ষেত্রেই Know2Protect যৌন আক্রমণের কারণে শিশু এবং কিশোর-কিশোরীদের উপর প্রভাব পড়ার বিষয়ে আলোকপাত করবে। এই প্রচারের মাধ্যমে এই সমস্ত অপরাধগুলো প্রতিরোধ এবং মোকাবিলা করার জন্য কম বয়সী লোকজন, বিশ্বস্ত প্রাপ্তবয়স্ক এবং নীতি নির্ধারণকারীদেরকে সচেতন ও ক্ষমতায়ন করে তোলা হবে।

DHS-এর সাথে Snap প্রথম দিকের এক সহযোগী ছিল এবং এই ব্যাপারে সম্মত যে বিশ্বজুড়ে ও গোটা দেশের অডিয়েন্সের কাছে একটি একক, দৃষ্টিআকর্ষণ যুক্ত মেসেজ পৌঁছানো উচিত। এর সমর্থনে আমরা Snapchat-এ শিক্ষামূলক পোস্ট করার জন্য Know2Protect-কে জায়গা দিয়েছি, যাতে কিশোর-কিশোরীরা যেখানে আছে, সেখানে থাকতে সাহায্য করা যায় এবং আমরা প্রচারচি আমাদের প্ল্যাটফর্মে এবং আমাদের গোপনীয়তা ও সুরক্ষা হাব-এ ফিচার করব।

এছাড়া আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে অনলাইনে শিশুদের যৌন শোষণ এবং অত্যাচার (CSEA)-এর বিভিন্ন দিকের ব্যাপারে কিশোর-কিশোরী (13-17 বছর বয়সী) এবং কম বয়সী প্রাপ্তবয়স্কদের (18-24 বছর বয়সী) নিয়ে নতুন গবেষণা পরিচালনা করছি, যা প্ল্যাটফর্ম ও পরিষেবা জুড়ে এই ভয়ানক অপব্যবহারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আমাদের নিজেদের প্রচেষ্টা এবং প্রচারকে আরও অবগত বা ওয়াকিবহাল করে তুলবে।

গবেষণার ফলাফল

28 মার্চ 2024 থেকে 1 এপ্রিল 2024 পর্যন্ত আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে 1,037 জন কিশোর-কিশোরী এবং কম বয়সী প্রাপ্তবয়স্কদের উপর সমীক্ষা চালিয়েছি, তাদেরকে অনলাইনে অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে নানা ধরনের যৌন অপরাধের ব্যাপারে তাদের সচেতনতা এবং জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করেছি। অংশগ্রহণকারীরা উত্তর দিয়েছেন, তারা শুধু Snapchat নয়, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও পরিষেবাতে নিজেদের অভিজ্ঞতার ব্যাপারে জানিয়েছেন। প্রাথমিকভাবে পাওয়া কিছু মূল তথ্যগুলোর মধ্যে এগুলো আছে:

  • অনেক কিশোর-কিশোরী এবং কম বয়সী প্রাপ্তবয়স্কদের কাছে অনলাইনে যৌন আচরণ সংক্রান্ত ঝুঁকি একটা মহামারির আকার নিয়েছে, দুই তৃতীয়ংশেরও বেশি (68%) বলেছে যে তারা অনলাইনে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন বা তাদের “গ্রুমিং”-এর 1 বা “ক্যাটফিশিং” 2আচরণের অভিজ্ঞতা হয়েছে।

  • অনলাইনে অনেক ব্যক্তি নিজের প্রকৃত পরিচয় গোপন করে রাখেন এবং তারা ডিজিটাল ঝুঁকির একটা বড় কারণ। যারা নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন বা গ্রুমিং কিংবা ক্যাটফিশিং আচরণের অভিজ্ঞতা যাদের হয়েছে, তাদের 10 জনের মধ্যে নয় জন (90%) বলেছেন যে অন্য ব্যক্তিটি নিজের আচরণের ব্যাপারে মিথ্যা বলেছেন।

  • ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করা এবং ক্যাটফিশিং অনলাইনে “সেক্সটর্শনের” ঝুঁকির রাস্তা খুলে দেয়, 3তার কারণ যারা নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন, তাদের প্রায় অর্ধেক সেক্সটর্শনের হুমকির মুখে পড়েছেন। মহিলাদের তুলনায় বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা সেক্সটর্শনের শিকার হন (51% বনাম 42%) এবং আর্থিক সেক্সটর্শন - টার্গেটের কাছ থেকে টাকা, গিফ্ট কার্ড বা মূল্যবান অন্য কিছু দাবি করা - এই সমস্ত ক্ষেত্রে পুরুষরা অধিকাংশ ক্ষেত্রে ভুক্তভোগী (34% বনাম 9%)। এই ধরনের পরিস্থিতিতে অনেক সময় মহিলাদের কাছ থেকে যৌন উত্তেজনামূলক ছবি চাওয়া হয় (57% বনাম 37%)। ​

  • দুর্ভাগ্যবশত, অবাক করার মতো বিষয় না হলেও এই ধরনের ঝুঁকিগুলোর মধ্যে কোনো একটির অভিজ্ঞতা হওয়া উল্লেখযোগ্য পরিমাণ কিশোর-কিশোরী এবং কম বয়সী প্রাপ্তবয়স্করা (41%) বিষয়টি নিজেদের মধ্যেই লুকিয়ে রাখেন, কাউকে বলেন না। শুধুমাত্র 37%-রা অনলাইন প্ল্যাটফর্মে, আইন বাস্তবায়নকারী সংস্থা এবং / অথবা হটলাইনে গ্রুমিংয়ের অভিযোগ জানিয়েছেন। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি হলো একমাত্র এমন বিপদ বা ঝুঁকি যেখানে বেশ উল্লেখযোগ্য - তবুও অপর্যাপ্ত - শতাংশ, যাদের টার্গেট করা হয়েছে (63%), তারা সমস্যাটির ব্যাপারে অভিযোগ জানিয়েছেন; অর্ধেকের বেশি (56%) জানিয়েছেন যে তারা ক্যাটফিশিংয়ের মাধ্যমে হওয়া আর্থিক সেক্সটর্শনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন।

এই সর্বশেষ গবেষণার ফলাফলগুলো Snap-এর বর্তমানে চলতে থাকা ডিজিটাল কল্যাণের বিষয়টি তুলে ধরেছে, যেটিতে গত বছর কিশোর-কিশোরী এবং কম বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে অনলাইন সেক্সটর্শন নিয়ে গভীরভাবে আলোকপাত করা হয়েছিল।

আমরা এই বছরে পরের দিকে গবেষণাটির পুনরাবৃত্তি করতে চাই, যাতে সারা দেশের কিশোর-কিশোরী এবং কম বয়সী প্রাপ্তবয়স্কের মধ্যে Know2Protect প্রচারের প্রভাব ফেলতে সাহায্য করা যায়।

অনলাইনে যৌন অত্যাচারের মোকাবিলায় Snap-এর কাজ

এই সম্ভাব্য ক্ষতিকর প্রভাবগুলোর ব্যাপারে সচেতনতা তৈরি করার পাশাপাশি, আমরা আমাদের পরিষেবা থেকে এই প্রকারের বিষয়বস্তু ও আচরণ দূর করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

আমরা Snapchat-কে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে একটি প্রতিকূল পরিবেশ হিসাবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ এবং অপ্রাপ্তবয়স্কের প্রতি যৌন কুআচরণ সংযুক্ত আছে এমন যে কোনো বিষয়বস্তু বা পদক্ষেপের প্রতি আমরা বরদাস্ত না করার নীতি গ্রহণ করেছি। আমরা নিয়ম লঙ্ঘনকারী বিষয়বস্তু দ্রুত সরিয়ে দিই, নিয়ম অমান্যকরা অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করি এবং বিশ্বের কোথায় সেই বিষয়বস্তু পাওয়া গিয়েছে তা নির্বিশেষে, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিল্ড্রেন (NCMEC)-এর কাছে তার অভিযোগ জানাই। আমরা নিয়ম লঙ্ঘনকারী মেটিরিয়াল শনাক্ত করতে সক্রিয়ভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করি এবং আমাদের কাছে ও আইন বাস্তবায়নকারী সংস্থার কাছে অভিযোগ দায়ের করার জন্য আমরা Snapchat কমিউনিটি ও তাদের বন্ধু এবং পরিবারের সদস্যদেরকেও উৎসাহিত করি, যারা হয়তো অ্যাপটি ব্যবহার করেন। আমরা যোগাযোগ করলে আমাদের কমিউনিটির সদস্যরা দারুণ পরিষেবা প্রদান করেন, ক্ষতির হাত থেকে অন্যদের রক্ষা করেন। এছাড়া আমরা NCMEC-এর এটি সরিয়ে দিন উদ্যোগে অংশগ্রহণ করি এবং প্রয়োজন হলে এটি শিখতে এবং প্রোগ্রামে অংশগ্রহণ করতে কম বয়সী লোকজনকে উৎসাহিত করি। (সেখানে প্রাপ্তবয়স্কদেরও সমতুল সংখ্যা রয়েছে, যা Snap-এ গত বছর যোগ দিয়েছে StopNCII-এ কল করেছে।)   

আমরা দুনিয়া জুড়ে অন্য বিশেষজ্ঞদের সাথে কথাবার্তা বলি, তার কারণ কোনো সত্তা কিংবা সংগঠনের পক্ষে একা এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব না। WeProtect গ্লোবাল অ্যালায়েন্সের আন্তর্জাতিক পলিসি বোর্ডে Snap সব শিল্পের প্রতিনিধিত্ব করে; আমরা INHOPE-এর অ্যাডভাইজরি কাউন্সিল এবং UK ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশনের ফাউন্ডিং কাউন্সিলের সদস্য; এবং গত বছর আমরা টেকনোলজি কোয়ালিশনের বোর্ড অব ডিরেক্টরের এগজিকিউটিভ কমিটিতে দুই বছরের সময়সীমা সম্পূর্ণ করেছি। এই সমস্ত সংগঠনের নিজেদের লক্ষ্যের মূল বিষয় হলো অনলাইন CSEA নির্মূল করা।

আমরা কিডস অনলাইন সেফ্টি অ্যাক্ট, দ্য রিপোর্ট অ্যাক্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দ্য শিল্ড অ্যাক্টের মতো আইন প্রণয়নমূলক সামাধানগুলোকে সমর্থন করি এবং যারা অত্যাচার করে, তাদেরকে বিচার ব্যবস্থার মুখোমুখি করতে আমরা আইন বাস্তবায়নকারী সংস্থাকে তাদের তদন্তে সাহায্য করি। আমরা ইন-অ্যাপ এবং আমাদের ওয়েবসাইটে, উভয় ক্ষেত্রেই শিক্ষামূলক উপকরন বিনিয়োগ করি এবং বিভিন্ন যৌন ঝুঁকিমূলক আচরণের ব্যাপারে আমরা গত বছর চারটি সংক্ষিপ্তাকারের ভিডিও যোগ করেছি।

Snap-এত বছর ধরে যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সেটিরই একটি বর্ধিতকরণ হলো Know2Protect-কে সাহায্য করা। আজকের সিস্টেম চালু করা
ব্যাপারে আমরা DHS-কে অভিনন্দন জানাই এবং গোটা প্রযুক্তি ইকোসিস্টেম থেকে এই ধরণের ক্ষতিকারক উপাদানগুলোকে উপড়ে ফেলতে সাহায্য করতে আমাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকার ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা তৈরির জন্য তাদের প্রচেষ্টার প্রশংসা করি।

— Jacqueline Beauchere, গ্লোবাল হেড অব প্ল্যাটফর্ম সেফটি

খবরে ফিরে যান

1

যৌন উদ্দেশ্যের জন্য অনলাইন গ্রুমিং তখনই ঘটে, যখন কেউ, সাধারণত একজন প্রাপ্তবয়স্ক যৌন শোষণ, ইমেজারি রিপ্রোডাকশন বা ইন-পার্সন যোগাযোগের লক্ষ্য নিয়ে একজন অপ্রাপ্তবয়স্কের সাথে বন্ধুত্ব তৈরি করে।

2

কোনো ব্যক্তি যখন নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে ব্যক্তিগত তথ্য বা যৌন উত্তেজনামূলক ছবির বিনিময়ে কোনো ব্যক্তিকে প্রলোভন দেখায়, সেই পরিস্থিতিকে বলা হয় ক্যাটফিশিং।

3

অনলাইন সেক্সটর্শন তখন ঘটে, যখন একজন অত্যাচারী দাবি করে যে তার কাছে কোনো ব্যক্তির ঘনিষ্ঠ ছবি আছে বা সে ওই ছবি সংগ্রহ করে বা অনলাইন চ্যানেলের মাধ্যমে কম বয়সী ব্যক্তিটির পরিবার এবং বন্ধুবান্ধবদের কাছে মেটিরিয়াল প্রকাশ না করার বিনিময়ে অন্যান্য ব্যক্তিগত তথ্য বা আরও যৌন উত্তেজনামূলক ছবি, গিফ্ট কার্ড, অর্থের দাবি করে।

1

যৌন উদ্দেশ্যের জন্য অনলাইন গ্রুমিং তখনই ঘটে, যখন কেউ, সাধারণত একজন প্রাপ্তবয়স্ক যৌন শোষণ, ইমেজারি রিপ্রোডাকশন বা ইন-পার্সন যোগাযোগের লক্ষ্য নিয়ে একজন অপ্রাপ্তবয়স্কের সাথে বন্ধুত্ব তৈরি করে।

2

কোনো ব্যক্তি যখন নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে ব্যক্তিগত তথ্য বা যৌন উত্তেজনামূলক ছবির বিনিময়ে কোনো ব্যক্তিকে প্রলোভন দেখায়, সেই পরিস্থিতিকে বলা হয় ক্যাটফিশিং।

3

অনলাইন সেক্সটর্শন তখন ঘটে, যখন একজন অত্যাচারী দাবি করে যে তার কাছে কোনো ব্যক্তির ঘনিষ্ঠ ছবি আছে বা সে ওই ছবি সংগ্রহ করে বা অনলাইন চ্যানেলের মাধ্যমে কম বয়সী ব্যক্তিটির পরিবার এবং বন্ধুবান্ধবদের কাছে মেটিরিয়াল প্রকাশ না করার বিনিময়ে অন্যান্য ব্যক্তিগত তথ্য বা আরও যৌন উত্তেজনামূলক ছবি, গিফ্ট কার্ড, অর্থের দাবি করে।