মার্কিন যুক্তরাষ্ট্রের ফেন্টানাইল মহামারি মোকাবিলায় আমাদের বর্তমান কাজে আপডেট

9 জুন, 2022

গত বছর, ফেন্টানাইলের বিপদ এবং ভুয়ো ওষুধের ব্যাপক মহামারি সম্পর্কে যুব সমাজ কতটা সচেতন, তা বোঝার জন্য আমাদের বর্তমান প্রচেষ্টার অংশ হিসাবে, আমরা তরুণ আমেরিকানদের ওপর একটি সমীক্ষা পরিচালনা করেছি এবং দেখতে পেয়েছি যে প্রায় অর্ধেকেই (46%) তাদের গড় মানসিক চাপের মাত্রা 10-এর মধ্যে 7 বা তার বেশি হিসাবে রেট করেছেন। প্রতি 10 জনের মধ্যে প্রায় 9 জন (86%) উত্তরদাতা স্বীকার করেছেন যে, তাদের বয়সী লোকজন সত্যিই মানসিক চাপ সামলাতে পারছেন না।
এখনও পর্যন্ত এটা স্পষ্টভাবে বোঝা গিয়েছে এবং নথিবদ্ধ করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যুব সমাজের একটা বড় অংশ মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সঙ্কটে ভুগছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর তথ্য অনুযায়ী, 2021 সালে হাইস্কুলের 37% শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য ভালো ছিল না বলে জানা গিয়েছে, পাশাপাশি 44% জানিয়েছেন যে, গত বছরের একটা বড় অংশ জুড়ে তারা হতাশা বা বিষণ্ণতা অনুভব করেছেন।
বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্য বা কল্যাণের ক্ষেত্রে এই কঠিন চ্যালেঞ্জগুলো, কিশো-কিশোরী সহ কম বয়সীদের মধ্যে একটা গুরুতর সমস্যা তৈরি করেছে। এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য অনেকে নির্দিষ্ট চিকিৎসার জন্য যে ওষুধ দেওয়া হয়, বেআইনীভাবে তা সেবন করে নেশাগ্রস্ত হয়ে পড়ছেন। দুঃখের বিষয় হলো, পরিস্থিতির মোকাবিলা করায় হাতড়ে বেড়ানো ঠিক এরকম অসহায় তরুণ-তরুণীদেরকে মাদক কারবারীরা টার্গেট করছে। ফলে দেশের মধ্যে সস্তা, ভুয়ো প্রেসক্রিপশনের ওষুধ ছড়িয়ে পড়েছে, যা প্রায়শই ফেন্টানাইলের সাথে মিশিয়ে এক প্রকার বিষ তৈরি করা হয়। ফেন্টানাইল হলো এক ধরনের শক্তিশালী, সিন্থেটিক ওপিওড (আফিমের মতো), যা মরফিনের চেয়ে 50-100 গুণ বেশি শক্তিশালী। মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, 40%-এরও বেশি অবৈধ ওষুধ পরীক্ষা করে দেখা গিয়েছে, সেগুলোর মধ্যে অত্যাধিক মাত্রায় ফেন্টানাইল রয়েছে, যা প্রাণঘাতী হতে পারে।
গবেষণা থেকে জানা গিয়েছে যে, প্রেসক্রিপশনের ওষুধের অপব্যবহার হলো কিশোর-কিশোরীদের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া ওষুধের অপব্যবহার। প্রতি ছয় জন কিশোর-কিশোরীর মধ্যে একজন নিজের মুড বদলাতে বা অন্য কোনো কারণে প্রেসক্রিপশনের ওষুধ ব্যবহার করছেন বলে জানা গিয়েছে। দেশজুড়ে তরুণ-তরুণী সহ বহু আমেরিকান এই ফেন্টানাইল সেবন করার পর প্রাণ হারাচ্ছেন। তারা মনে করেন এই ওষুধ সেবন করা নিরাপদ, বৈধ প্রেসক্রিপশনের ওষুধ।
আমাদের নিজস্ব গবেষণা থেকে দেখা যাচ্ছে যে, 13-24 বয়সীরা যে প্রেসক্রিপশনের ওষুধের অপব্যবহার করেছেন, তাদের মধ্যে প্রায় 15%, পাঁচজনের মধ্যে একজন, এই পদক্ষেপ নেওয়া কথা ভেবেছেন এবং 40% এমন কাউকে জানেন, যারা এরকম করেছেন। চুরাশি শতাংশ জানিয়েছেন যে উদ্বেগ এবং মানসিক চাপ বা দুশ্চিন্তার মোকাবিলা করতে গিয়ে তারা এবং তাদের বন্ধুবান্ধবরা অবৈধ ওষুধ সেবনের রাস্তা বেছে নিয়েছেন।
Snap-এ, আমরা সব সময় অবৈধ ওষুধ বিক্রির ক্ষেত্রে আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারের বিরুদ্ধে কোনো আপোষ না করার নীতি গ্রহণ করেছি। আমরা এই তিন উপায়ে ফেন্টানাইলের দানবকে উৎখাত করার ওপর নজর দিয়েছি: আমাদের প্ল্যাটফর্ম অপব্যবহার করেন, এমন মাদক কারবারীদেরকে হটিয়ে দেওয়া এবং এই কনটেন্ট সক্রিয়ভাবে শনাক্ত করার জন্য আমাদের টেকনলজির উন্নতি করা; আইন প্রয়োগকারী সংস্থার জন্য আমাদের সাহায্যকে আরও মজবুত করা; এবং ফেন্টানাইলের ভয়ানক পরিণতির ব্যাপারে আমাদের অ্যাপে সরাসরি Snapchatter-দেরকে সচেতন করে তোলার জন্য বিশেষজ্ঞ সংগঠনগুলোর সাথে হাত মেলানো। আগের পাবলিক আপডেটে আমাদের কৌশলের ব্যাপারে আপনি আরও জানতে পারেন এখানে এবং এখানে
আমাদের বর্তমান ইন-অ্যাপ জনসচেতনতা প্রচারের প্রথম পদক্ষেপ চালু করার পর এক বছর কেটে গিয়েছে এবং প্রত্যেক দৃষ্টিভঙ্গি থেকে এই সঙ্কটের মোকাবিলা করার জন্য আমাদের চালু থাকা কাজের বিষয়টি আমরা সংক্ষিপ্তাকারে তুলে ধরতে চাই:
  • আমরা এই প্রচেষ্টাগুলোর ব্যাপারে আমাদের পরামর্শ দেওয়ার জন্য ফেডারেল ড্রাগস এফোর্সমেন্ট এজেন্সির প্রাক্তন প্রধানদের নিযুক্ত করেছি এবং ফেন্টানাইল এবং ভুয়ো ওষুধের ব্যাপারে ও বাবা-মায়েদের সচেতনতা গড়ে তুলতে কর্মরত সংগঠন, আইন প্রয়োগকারী কমিউনিটি, মাদক মোকাবিলার বিশেষজ্ঞদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি।
  • আইন প্রয়োগকারী তদন্ত সংস্থার জন্য আমাদের সহায়তাকে আরও মজবুত করতে, আমরা গত এক বছরে আমাদের নিজস্ব আইন প্রয়োগকারী কার্যাবলী সংক্রান্ত টিম 74%-এরও বেশি বৃদ্ধি করার জন্য অনেক বিনিয়োগ করেছি। এদের মধ্যে অনেকে তরুণ-তরুণীদের সুরক্ষাতে প্রসিকিউটর এবং আইন প্রয়োগকারী অফিসারের মতো পেশা থেকে টিমের নতুন সদস্য হিসাবে যোগ দিয়েছেন। গত অক্টোবরে, আমরা আমাদের সর্ব প্রথম বার্ষিক আইন প্রয়োগ সংক্রান্ত সম্মেলনের আয়োজন করেছিলাম, যেখানে ফেডারেল, স্টেট এবং স্থানীয় সংস্থার 1,700-এরও বেশি আইন প্রয়োগকারী অফিসার অংশগ্রহণ করেছিলেন।
  • সক্রিয়ভাবে Snapchat-এ বিপজ্জনক মাদক সংক্রান্ত অ্যাক্টিভিটি শনাক্ত করতে এবং অন্যান্য প্ল্যাটফর্মজুড়ে Snapchat-কে উল্লেখ করা, অবৈধ ওষুধ সংক্রান্ত কনটেন্ট খুঁজে পেতে আমরা বিশেষজ্ঞদের সাথে কাজ করার জন্য AI এবং মেশিন লার্নিংয়ে অনেক বিনিয়োগ করছি, যাতে আমরা মাদক কারবারীদের অ্যাকাউন্ট খুঁজে পেতে পারি এবং সেগুলো বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে পারি। এই পদক্ষেপের ফলে, বছরের শুরুর পর থেকে আমাদের শনাক্ত করার পরিমাণ 25%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং চিহ্নিত, বেআইনী ওষুধ সংক্রান্ত 90% কনটেন্টের বিরুদ্ধে কোনো Snapchatter অভিযোগ জানানোর আগেই তা সক্রিয়ভাবে শনাক্ত করা হচ্ছে।
  • আমরা যখন দেখতে পাই যে অবৈধ ওষুধের কারবারিরা আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করছে, তখন আমরা দ্রুত তাদের অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করি এবং নতুন অ্যাকাউন্ট যাতে তারা তৈরি করতে না পারে, তার জন্য পদক্ষেপ গ্রহণ করি। বৈধ আইনী অনুরোধের ক্ষেত্রে জবাব হিসাবে ডেটা সংরক্ষণ করা ও প্রকাশ করা সহ আমরা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে সহযোগিতা করি।
  • আমরা Snapchat-এ ড্রাগ বা মাদক সংক্রান্ত কীওয়ার্ড ও অপশব্দ সার্চের ফলাফল ব্লক করি। তার বদলে আমরা "Heads Up" নামের একটি ইন-অ্যাপ পোর্টালের মাধ্যমে ফেন্টানাইলের বিপদের ব্যাপারে বিশেষজ্ঞদের প্রস্তুত করা শিক্ষামূলক কনটেন্ট দেখাই। আমাদের পার্টনারদের মধ্যে রয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC), দ্য সাবস্ট্যান্স অ্যাবইউজ অ্যান্ড মেন্টাল হেলথ সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (SAMHSA), কমিউনিটি অ্যান্টি-ড্রাগ কোয়ালিশনস অব আমেরিকা (CADCA), ট্রুথ ইনিশিয়েটিভ এবং SAFE প্রজেক্ট। Heads Up-এর সূচনার পর থেকে, 2.5 মিলিয়নেরও বেশি Snapchatter-কে এই সংগঠনগুলো থেকে সক্রিয়ভাবে কনটেন্ট পেশ করা হয়েছে।
  • এছাড়া আমরা অনুর্ধ্ব 18 বছর বয়সী Snapchatter-দেরকে সার্চ রেজাল্টে অথবা কমন বন্ধু না থাকলে ফ্রেন্ড সাজেশন হিসাবে দেখানো সীমিত করার জন্য নতুন পদক্ষেপ নিয়েছি। আমাদের এই মজবুত সুরক্ষা দীর্ঘদিন ধরেই চালু আছে, যেখানে কোনো কিশোর-কিশোরী অন্য কোনো Snapchatter -এর সাথে বন্ধু হলে তবেই তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
  • Snapchatter-দেরকে ফেন্টানাইলের ব্যাপারে সচেতন করার জন্য আমাদের অ্যাপে আমরা একাধিক ভিডিও বিজ্ঞাপনের প্রচার লঞ্চ করেছি। আমাদের প্রথম, গত গ্রীষ্মে "Song for Charlie"-এর পার্টনারশিপে যেটা লঞ্চ করা হয়েছিল, Snapchat-এ তা 260 মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। গত মাসে, জাতীয় ফেন্টানাইল সচেতনতা দিবসের অংশ হিসাবে, আমরা আরও একগুচ্ছ ইন-অ্যাপ পাবলিক সার্ভিস সংক্রান্ত ঘোষণা, একটি জাতীয় লেন্স এবং ফিল্টার চালিয়েছি, যা 60 মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে।
  • খবর সংক্রান্ত আমাদের ইন-হাউজ শো "Good Luck America", যেটি Snapchat-এ আমাদের কনটেন্ট প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে এবং "Heads Up"-এও উপলভ্য রয়েছে, সেটিতে বিশেষ সুনির্দিষ্ট সিরিজের মাধ্যমে এক বছরেরও বেশি সময় ধরে ফেন্টানাইল সঙ্কটের বিশদ তুলে ধরা হচ্ছে, যা আজ পর্যন্ত 900,000-এর বেশি Snapchatter দেখেছেন।
  • আমাদের বৃহত্তর কৌশলের অংশ হিসাবে, আমরা অন্যান্য প্ল্যাটফর্মের সাথেও কাজ করতে বদ্ধ পরিকর। আমরা সম্প্রতি Meta-এর সাথে একটি পাইলট প্রোগ্রাম শুরু করেছি, যেটিতে আমরা অবৈধ ওষুধ সংক্রান্ত কনটেন্ট এবং অ্যাক্টিভিটির ধরন ও ইঙ্গিত শেয়ার করছি। ইঙ্গিত শেয়ার করার এই প্রোগ্রামের মাধ্যমে উভয় প্ল্যাটফর্ম অবৈধ ওষুধ সংক্রান্ত কনটেন্ট এবং ডিলারদের অ্যাকাউন্ট খুঁজে পেতে ও তা সরিয়ে দিতে আমাদের সক্রিয় শনাক্তকরণ প্রক্রিয়া আরও মজবুত হবে। আমাদের লক্ষ্য হল এই যৌথ উদ্যোগ চালিয়ে যাওয়া, যাতে ফেন্টানাইলের ক্রমবর্ধমান সঙ্কটের মোকাবিলায় সাহায্য করতে আমরা ইন্ডাস্ট্রিজুড়ে কাজ করার জন্য অন্য প্ল্যাটফর্মগুলোকেও পাশে পেতে পারি।
  • গত মাসে আমরা ঘোষণা করেছি যে আমরা একটি অভূতপূর্ব জনসচেতনতা প্রচারের ব্যাপারে Google এবং Meta সহ বিজ্ঞাপন কাউন্সিল এবং অন্যান্য প্রযুক্তি প্ল্যাটফর্মের সাথে একজোট হচ্ছি। ফেন্টানাইলের বিপদের ব্যাপারে তরুণ-তরুণী এবং বাবা-মায়েদেরকে সচেতন করতে সাহায্য করার জন্য এই গ্রীষ্মে প্রচার অভিযানটি চালু করা হবে। এই নতুন প্রচার অভিযানের ব্যাপারে আরও জানুন এখানে
  • মানসিক স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য প্রত্যেকের ক্ষেত্রে প্রকৃত বন্ধুরা যে গুরুত্বপূর্ণ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই ক্ষেত্রে যোগাযোগের জন্য একটি অ্যাপ তৈরি করার পাশাপাশি, আমরা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয়ে ইন-অ্যাপ টুল এবং রিসোর্স বৃদ্ধি করে চলেছি - আমাদের কাছে এটা একটা দীর্ঘমেয়াদী ও অগ্রাধিকারযুক্ত কাজ। (আরও জানুন এখানে এবং এখানে)
  • এছাড়া, আমরা বাবা-মা ও যত্ন প্রদানকারীদের জন্য নতুন ইন-অ্যাপ টুল তৈরি করছি, যেটির মাধ্যমে তারা নিজেদের কিশোর-কিশোরী সন্তানদের গোপনীয়তাকে সম্মান জানানোর পাশাপাশি আরও বিশদে জানতে পারবেন যে তাদের কিশোর-কিশোরী সন্তানরা Snapchat-এ কাদের সাথে কথা বলছেন। আমরা আগামী মাসগুলোতে এই নতুন ফিচারগুলো চালু করার পরিকল্পনা নিয়েছি।
একসাথে গ্রহণ করা হলে, আমরা মনে করি এই পদক্ষেপগুলো মাদক কারবারীদের কাছে Snapchat-কে একটি প্রতিকূল প্ল্যাটফর্ম হিসাবে গড়ে তুলবে। এছাড়া আমরা নিজেদের প্রচেষ্টাকে কীভাবে আরও ভালো করে তুলতে পারি, সে ব্যাপারে পরীক্ষা চালিয়ে যাব, কারণ আমরা জানি মাদক কারবারীরা সব সময় আমাদের সিস্টেমের নজর এড়িয়ে কাজ করার চেষ্টা করবে।
এছাড়া আমরা এটাও স্বীকার করি যে Snapchat -এর বাইরেও এই বিষয়টির অস্তিত্ব আছে। সবশেষে বলতে হয়, তরুণ-তরুণীদের জন্য গভীর মানসিক স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জ তৈরি করে, এমন পরিস্থিতি সহ, এই সঙ্কটের মূল কারণের জন্য সমাধান বের করতে জাতীয় স্তরে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে আমাদের কমিউনিটির কথা আমরা শুনতে থাকব এবং তাদের জন্য কাজ করব। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আমাদের সমাজের লক্ষ্য হওয়া উচিত এমন একটি দুনিয়া তৈরি করা, যেখানে তরুণ প্রজন্মের মধ্যে যেন মানসিক সমস্যায় ভোগার হার হ্রাস পায় এবং বেআইনী ওষুধের নেশায় না ডুবে, যাদের কাছে উপযুক্ত পরিষেবা ও যত্নে প্রয়োজনীয় অ্যাক্সেস আছে, তারা যেন এগুলোকে কাজে লাগায়। এটা অর্জন করতে হলে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, টেকনলজি সেক্টর, স্বাস্থ্য পরিষেবা এবং এরকম আরও অনেক কিছুর মধ্যে যথাযথ সহযোগিতা এবং উদ্যোগ প্রয়োজন। এই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে আমাদের পক্ষে যা যা করা সম্ভব, আমরা তা করতে বদ্ধপরিকর।
প্রতিবেদনে ফিরে যান