Snap Values

অস্ট্রেলিয়ার গোপনীয়তা বিজ্ঞপ্তি

কার্যকর: 10 ডিসেম্বর, 2025

আমরা এই বিজ্ঞপ্তিটি বিশেষভাবে অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের জন্য তৈরি করেছি যাতে আমরা অস্ট্রেলিয়ার আইন মেনে ব্যক্তিগত তথ্য কীভাবে পরিচালনা করি, তা ব্যাখ্যা করতে পারি, যার মধ্যে 1988 সালের গোপনীয়তা আইন এবং 2021 সালের অনলাইন সুরক্ষা আইনের সোশ্যাল মিডিয়া ন্যূনতম বয়স ("SMMA") প্রয়োজনীয়তা রয়েছে।

আমাদের গোপনীয়তা নীতি এবং সমস্ত ব্যবহারকারীদের আমরা যে গোপনীয়তা নিয়ন্ত্রণ দিই তা এই আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন, সব ব্যবহারকারী নিজের ডেটার একটি কপির অনুরোধ, মুছে দেওয়ার অনুরোধ এবং অ্যাপে নিজেদের গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারেন। অন্যান্য সমস্ত অধিকার এবং বাধ্যবাধকতার জন্য, আমাদের গোপনীয়তা নীতি দেখুন।

প্রবেশাধিকার, বিলোপ, সংশোধন ও বহনযোগ্যতার অধিকারসমূহ।

আপনি আপনার প্রবেশাধিকার এবং সংশোধনের অধিকারসমূহ প্রয়োগ করতে পারেন যা গোপনীয়তা নীতিতে আপনার তথ্যের উপর নিয়ন্ত্রণ বিভাগে বর্ণনা করা হয়েছে।

আন্তর্জাতিক ডেটা স্থানান্তর

আমরা আপনার ব্যক্তিগত তথ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং আপনি যেখানে বসবাস করেন তার বাইরে অন্য কোনও দেশ থেকে সংগ্রহ করতে পারি, সেখানে পাঠাতে পারি এবং সংরক্ষণ ও প্রসেস করতে পারি। বিদেশী প্রাপকরা আপনার ব্যক্তিগত তথ্যের সাথে অস্ট্রেলিয়ার গোপনীয়তা আইন লঙ্ঘন না করে তা নিশ্চিত করতে আমরা যুক্তিসঙ্গত পদক্ষেপ নিই। যেসব তৃতীয় পক্ষের সাথে আমরা তথ্য শেয়ার করি তাদের ক্যাটাগরি সম্পর্কে আপনি আরও তথ্য পেতে পারেন এখানে

SMMA অনুযায়ী বয়স যাচাইকরণ

SMMA-এর অধীনে, 16 বছরের কম বয়সী অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের নির্দিষ্ট পরিষেবায় অ্যাকাউন্ট রাখতে পারবে না।

আপনি অস্ট্রেলিয়ার বসবাসকারী এবং 16 বছরের কম বয়সী কিনা তা মূল্যায়ন করতে আমরা আমাদের কাছে আপনার সম্পর্কিত যেসব তথ্য আছে তার ভিত্তিতে পদক্ষেপ নিবো। এর মধ্যে রয়েছে আপনার:

  • জন্মদিন

  • IP ঠিকানা 

  • ব্যবহারের তথ্য (আপনি Snapchat-এর সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করেন সে সম্পর্কে আচরণগত তথ্য – উদাহরণস্বরূপ, আপনি কোন লেন্সগুলি দেখেন ও প্রয়োগ করেন, আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন, আপনার দেখা স্টোরি এবং আপনি কত ঘন অন্যান্য Snapchatter-দের সাথে ইন্টারঅ্যাক্ট করেন) 

  • কন্টেন্ট সংক্রান্ত তথ্য (আপনার তৈরি বা প্রদান করা কন্টেন্ট সম্পর্কে তথ্য, ক্যামেরা এবং সৃজনশীল টুলসমূহের সাথে আপনার ব্যস্ততা, My AI-এর সাথে আপনার ইন্টারঅ্যাকশন এবং মেটাডেটা - উদাহরণস্বরূপ, কন্টেন্ট নিজে সম্পর্কে তথ্য, যেমন এটি পোস্ট করার তারিখ এবং সময় এবং কারা এটি দেখেছে)

  • আপনার Snapchat বন্ধুদের বয়স সহ বন্ধুত্বের তথ্য।

আপনি যদি অস্ট্রেলিয়ার বসবাসকারী হন, তাহলে Snapchat অ্যাক্সেস করা অব্যাহত রাখতে আমরা আপনাকে আমাদের তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী k-ID-এর মাধ্যমে বয়স যাচাইকরণের অতিরিক্ত ব্যবস্থা নিতে পারি। এই পদক্ষেপগুলি সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে আমাদের সহায়তা পৃষ্ঠা দেখুন।

ব্যক্তিগত তথ্য সংগ্রহ কমানোর উদ্যেশ্যে, আপনার বয়স 16 বছরের বেশি কিনা তা জানতে Snap শুধুমাত্র একটি বাইনারি “হ্যাঁ/না” ফলাফল পাবে এবং উপযুক্ত হলে আপনাকে Snapchat-এ অ্যাক্সেস প্রদান করতে এই ফলাফলটি ব্যবহার করবে। ফলাফলটি যদি ইঙ্গিত দেয় যে আপনার বয়স 16 বছরের নিচে, তাহলে আপনার অ্যাকাউন্ট লক করা হবে। k-ID যাচাইকরণ প্রক্রিয়ার সময় আপনার দেওয়া ফেসিয়াল স্ক্যান, ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য আমরা পাব না। 

প্রযোজ্য আইনের পরিবর্তনগুলি প্রতিফলিত করতে আমরা এই বিজ্ঞপ্তি আপডেট করতে পারি।

অভিযোগ বা প্রশ্ন?

আমরা আপনাকে জানাতে চাই যে আপনি যে কোনো জিজ্ঞাসা আমাদের গোপনীয়তা সংক্রান্ত সাপোর্ট টিম বা ডেটা সুরক্ষা অফিসারকে dpo [at] snap [dot] com-এ জানাতে পারেন।

আপনি গোপনীয়তা সংক্রান্ত অভিযোগ জানাতে অস্ট্রেলিয়ান ইনফরমেশন কমিশনার (OAIC) অফিসেও যোগাযোগ করতে পারেন।