Snap Values

Snapchatter-দের নিরাপদ রাখতে আমাদের পদক্ষেপ

4 অক্টোবর, 2024

খারাপ লোকজন যাতে আমাদের প্ল্যাটফর্ম অপব্যবহার না করতে পারে, তা সীমিত করার জন্য Snap-এ আমরা আমাদের সুরক্ষা পদ্ধতি এবং প্ল্যাটফর্মের নীতির অনবরত উন্নতি করতে থাকি। যে কার্যক্রমগুলো আমাদের নিয়ম লঙ্ঘন করে তা শনাক্ত এবং ব্লক করতে আমরা উন্নত প্রযুক্তির ব্যবহার করি, বন্ধু করার প্রক্রিয়াতে আমরা ফ্রিকশন তৈরি করতে ডিজাইন সংক্রান্ত নীতি প্রয়োগ করি, সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করি এবং কিশোর-কিশোরীদের এবং প্রকৃতপক্ষের আমাদের কমিউনিটির সমস্ত সদস্যের উপর সমস্যা তৈরি করা অধিকাংশ গুরুতর ক্ষতি সম্পর্কে শিক্ষা দিতে ও সচেতনতা তৈরি করতে আমরা কাজ করি।

আমরা কিশোর-কিশোরীদেরকে রক্ষা করার জন্য আমাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করি। আমাদের কাজ নিম্নোক্তগুলো সহ যা যা উল্লেখযোগ্য:

I. যারা খারাপ কাজকর্ম করে, Snapchat-কে তাদের জন্য একটি প্রতিকূল পরিবেশ হিসাবে গড়ে তোলা

এই বছরের প্রথমদিকে, আমরা আমাদের কমিউনিটির, বিশেষত কিশোর-কিশোরী ব্যবহারকারীদের সুরক্ষা আরও মজবুত করতে সাহায্য করতে এবং যে বাস্তব দুনিয়ার মতো সম্পর্কগুলো Snapchat-কে অনন্য করে তোলে, তা পুনরায় তুলে ধরতে সাহায্য করার জন্য নতুন ফিচার ঘোষণা করেছি। সেই আপডেটগুলোর মধ্যে রয়েছে: সন্দেহজনক যোগাযোগের ক্ষেত্রে বর্ধিত ইন-অ্যাপ সতর্কতা, বিশেষত কিশোর-কিশোরীদের জন্য নির্মাণ করা উন্নত বন্ধুত্বের সুরক্ষা এবং অবাঞ্ছিত পরিচিতি ব্লক করাকে আরও ভালো করে তোলা।

অনলাইনে ভয় দেখিয়ে যৌনতায় বাধ্য করার ঘটনা মোকাবিলার উপর নজর দেওয়া এই পরিবর্তনগুলো শিশুদের সমস্ত প্রকারের যৌন শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে আমাদের বর্তমানের বিনিয়োগের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে। উদাহরণস্বরূপ:

আমরা ভয় দেখিয়ে যৌন হয়রানি সংক্রান্ত আচরণ শনাক্ত করার জন্য সংকেত ব্যবহার করি, যাতে খারাপ লোকজন অন্যদেরকে শিকার বানাতে এবং টার্গেট করার আগেই আমরা তাদের সক্রিয়ভাবে সরিয়ে দিতে পারি। এছাড়াও আমরা PhotoDNA (জ্ঞাত অবৈধ ইমেজের ডুপ্লিকেট শনাক্ত করতে), CSAI ম্যাচ (জ্ঞাত অবৈধ ভিডিওর ডুপ্লিকেট শনাক্ত করতে) এবং কনটেন্ট সুরক্ষা API (নতুন, “আগে কখনও ব্যবহার হয়নি এমন হ্যাশ” সংক্রান্ত ইমেজারি) সহ Snapchat-এ জ্ঞাত শিশুর যৌন শোষণ এবং অত্যাচারের ইমেজারি (CSEAI) প্রতিরোধ করার জন্য ডিজাইন করা প্রযুক্তির উপযুক্ত ব্যবহার করি।

যে কনটেন্ট এবং অ্যাকাউন্ট আমাদের নিয়মসমূহ লঙ্ঘন করে, সেগুলোর ক্ষেত্রে সরল ইন-অ্যাপ রিপোর্টিংয়ের সুবিধা আমরা দীর্ঘদিন ধরে অফার করেছি। 2023 সালে আমরা ভয় দেখিয়ে যৌন হয়রানি সংক্রান্ত ক্ষতির বিরুদ্ধে আমাদের লড়াইকে মজবুত করতে সেই ফিচারগুলো আমরা উন্নতি করেছি। গত বছর আমরা ইন-অ্যাপ চ্যাট টেক্সট রিপোর্টিং লঞ্চ করেছি - যেটির মাধ্যমে Snapchatter-রা সরাসরি কথোপকথন থেকেই সংশ্লিষ্ট মেসেজের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে পারেন। এছাড়া আমরা যথাযথ অভিযোগের কারণ অন্তর্ভুক্ত করতে আমাদের ইন-অ্যাপ রিপোর্টিং টুল বর্ধিত করেছি এবং ভয় দেখিয়ে যৌন হয়রানি জন্য একটি সুনির্দিষ্ট কারণ যোগ করেছি, এবং CSEA-মোকাবেলায় রত NGO Thorn থেকে গাইডেন্স এবং পরামর্শ সাপেক্ষে সেই রিপোর্টিংয়ের অপশনটি কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণীদের বোঝার উপযুক্ত ভাষায় পেশ করেছি (“তারা আমার নগ্ন ছবি প্রকাশ করেছে / প্রকাশ করার হুমকি দিচ্ছে”)। ফলশ্রুতি হিসাবে, সংকেত ভিত্তিক শনাক্তকরণ এবং প্রয়োগ সহ আমাদের বলবৎকরণ সংক্রান্ত প্রচেষ্টাকে অবগত করতে সেই রিপোর্টগুলো ব্যবহার করা হয়। আমরা ট্রেন্ড, প্যাটার্ন এবং যারা ভয় দেখিয়ে যৌন হয়রানি করে তাদের কৌশলগুলো বিশ্লেষণ করেছি এবং যদি কোনো অ্যাকাউন্ট সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য প্রদর্শন করে, তবে সেটি এই অভিযোগে লক করা হয়।

আমরা 2022 সালে রিলিজ করা আমাদের ফ্যামিলি সেন্টার এর সুনির্দিষ্ট কিছু টুল উন্নত করেছি এবং তাতে কিছু যোগও করেছি। এখান থেকে মা-বাবা দেখতে পাবেন Snapchat-এ তাদের কিশোর-কিশোরী সন্তান কাদের সঙ্গে বন্ধুত্ব করেছে, কাদের সঙ্গে সম্প্রতি চ্যাট করেছে এবং তাদের কাছে উদ্বেগের কারণ মনে হওয়া অ্যাকাউন্টগুলো সহজে রিপোর্ট করতে পারবেন। ফ্যামিলি সেন্টারের জন্য আমাদের সব সময়ের লক্ষ্য হলো অনলাইনে নিরাপদ থাকার ব্যাপারে তৎপর হওয়া এবং মা-বাবা/কেয়ার গিভার এবং কিশোর-কিশোরীদের মধ্যে গঠনমূলক আলোচনা করানো।

আমাদের কমিউনিটিকে নিরাপদে রাখার জন্য আমরা আইন বাস্তবায়নকারী সংস্থার সঙ্গে একসাথে কাজ করি এবং আমাদের সুরক্ষা ও আইন বাস্তবায়ন কার্যপ্রক্রিয়া সংক্রান্ত টিমে বিশাল বিনিয়োগ করি, যারা বিশ্বজুড়েই 24/7 কাজ করতে থাকে। যেমন, আমাদের ট্রাস্ট এবং নিরাপত্তা সংক্রান্ত টিম 2020 সালের পর থেকে আকারে দ্বিগুণ হয়েছে এবং আমাদের আইন বাস্তবায়ন কার্যাবলী সংক্রান্ত টিম সেই একই সময়ে তিনগুণ হয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আইন বাস্তবায়নকারী সংগঠনগুলোর জন্য বার্ষিক সম্মেলনের আয়োজন করি, যাতে এটা নিশ্চিত করা যায় যে আমাদের প্ল্যাটফর্মে যদি কোনো অবৈধ কার্যকলাপ ঘটে, সেটির বিরুদ্ধে কীভাবে যথাযযথ ব্যবস্থা নিতে হয়, সে ব্যাপারে অফিসার এবং এজেন্সিগুলো অবগত থাকে।

এছাড়া আমরা নাইজেরিয়াতে সরাসরি আইন বাস্তবায়ন সংস্থার সঙ্গে কাজ করি - যেখানে অনেক যৌন হয়রানির উদ্ধেশ্যে ভয় দেখানোর ঘটনা ঘটে - যাতে অন্যায় যারা করে তাদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তি প্রদান করতে ক্ষমতা ও জ্ঞান তৈরি করা যায় এবং এই ক্ষেত্রটিতে আরও সহযোগিতা করতে নাইজেরিয়ান সরকারের সঙ্গে অনবরত কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যে দেশগুলোতে ভয় দেখিয়ে যৌন হয়রানির মতো ঘটনা ব্যাপক পরিমাণে ঘটছে, সেখানে CyberTips-এর তদন্ত করতে আইন বাস্তবায়নকারী সংস্থাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা 'ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন' NCMEC, ইন্ডাস্ট্রির অন্য সদস্য এবং বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করেছি।

অনেক বছর ধরে, আমরা “বিশ্বস্ত ফ্ল্যাগার”-এর দলবলের সঙ্গে কাজ করেছি: অলাভজনক সংস্থা, অসরকারি সংস্থা এবং নির্দিষ্ট কিছু সরকারি এজেন্সি, যারা উচ্চ অগ্রাধিকারযুক্ত চ্যানেলের মাধ্যমে প্রয়োজন হলে Snapchatter-দের তরফে অত্যাচারের ঘটনা, প্রাণহানী হওয়ার গুরুতর ঝুঁকি এবং অন্যান্য জরুরি পরিস্থিতিমূলক সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমাদের ট্রাস্টেড ফ্ল্যাগার প্রোগ্রামে থাকা অধিকাংশ অংশগ্রহণকারী যৌন হয়রানির উদ্দ্যেশ্যে ভয় দেখানো সহ অপ্রাপ্তবয়স্কদের যৌনতামূলক ক্ষতি সংক্রান্ত কনটেন্ট এবং অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জানান।

II. ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞ এবং কোয়ালিশনকে কাজে লাগানো 

আমাদের বিনিয়োগের পাশাপাশি আমরা দুনিয়াজুড়ে থাকা বিশেষজ্ঞদের সঙ্গে যুক্ত হই, তার কারণ আমরা জানি যে কোনো একটি সত্তা বা সংগঠনের পক্ষে একা এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব নয়। উদাহরণস্বরূপ, WeProtect গ্লোবাল অ্যালায়েন্সের আন্তর্জাতিক পলিসি বোর্ডে Snap ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করে; আমরা INHOPE-এর উপদেষ্টা পরিষদের সদস্য এবং যুক্তরাজ্যের ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশনের (IWF) বোর্ড অব ট্রাস্টিতে রয়েছি। এই সমস্ত সংগঠনের নিজেদের লক্ষ্যের মূল বিষয় হলো অনলাইন CSEA নির্মূল করা।

আমরা Tech Coalition-এর সক্রিয় সদস্য, যারা অনলাইনে শিশুদের যৌন শোষণের মোকাবিলা করার উপর নজর দেওয়া একটি গ্লোবাল ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স এবং সম্প্রতি তাদের বোর্ড অব ডিরেক্টরদের এগজিকিউটিভ কমিটির দুই বছরের মেয়াদ শেষ করেছে। এছাড়া আমরা Tech Coalition-এর ল্যান্টার্ন ইনিশিয়েটিভ-এর প্রতিষ্ঠাতা সদস্য, কোম্পানিগুলো কীভাবে শিশু সুরক্ষা নীতিগুলো বাস্তবায়ন করতে পারে, তার জন্য কোম্পানিগুলোর এই প্রথম ক্রস-প্ল্যাটফর্ম সিগনাল শেয়ারিং প্রোগ্রাম। এই প্রোগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কোম্পানিগুলো যৌন হয়রানি সহ যারা খারাপ কাজ করে, তাদের মোকাবিলায় একে-অপরের প্রস্তুতি পরীক্ষা করতে সাহায্য করে।

এছাড়া আমরা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন্স-এর (NCMEC) Take It Downডেটাবেস কাজে লাগাই, যেটির মাধ্যমে কিশোর-কিশোরীরা সরাসরি নিজেদের ডিভাইসে নির্বাচিত ছবি বা ভিডিওর “হ্যাশ” নামে পরিচিত একটি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট তৈরি করতে পারে। Snap সহ অংশগ্রহণকারী কোম্পানিগুলো আমাদের কমিউনিটির নির্দেশিকা লঙ্ঘনকারী ডুপ্লিকেট ইমেজারি খুঁজতে এবং সরিয়ে দেওয়ার জন্য সেই হ্যাশগুলো ব্যবহার করতে পারে। আমরা যুক্তরাজ্যে 'Report Remove' নামের এরকমই একটি প্রোগ্রাম অংশগ্রহণ করেছি, এবং গত বছর আমরা SWGfL-এর StopNCII কোলাবোরেশনে যোগ দিয়েছি, যাতে Snapchat-এ সম্মতি ছাড়া নেওয়া ঘনিষ্ঠ ছবি (NCII)-র ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে সেই গ্রুপের হ্যাশ ডেটাবেস কাজে লাগানো যায়। StopNCII-এর সাহায্যে 18+ বছর বয়সীদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে এবং তাদের সবচেয়ে বেশি ব্যক্তিগত ফটো এবং ভিডিওর গোপনীয়তা পুনরায় ফিরে পেতে সাহায্য করে।

এছাড়া এই বছর আমরা আমাদের প্রারম্ভিক ডিজিটাল কল্যাণের জন্য Snap কাউন্সিল লঞ্চ করেছি, এটি মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে 18 বছর বয়সী কিশোর-কিশোরীদের একটি গ্রুপ, যাদেরকে তাদের স্কুল এবং কমিউনিটিতে আরও সুরক্ষিত অনলাইনের অভ্যাস ও প্র্যাক্টিসের প্রচার করার জন্য এক বছরের একটি পাইলট প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য বেছে নেওয়া হয়েছে। এই গ্রুপটিকে গত জুলাই মাসে, তাদের কমপক্ষে বাবা কিংবা মা অথবা এক সঙ্গীকে নিয়ে ক্যালিফোর্নিয়ার স্যান্টা মনিকাতে Snap-এর সদর দপ্তরে আলোচনার জন্য জড়ো করা হয়েছিল, যা থেকে অনলাইনের নানা সমস্যা এবং সামাজিক গতিশীলতা ও বাবা-মায়ের নানা টুলের মতো আকর্ষণীয় বিষয়ে ফলপ্রসু দৃষ্টিভঙ্গি পাওয়া গিয়েছে। এটি Snap-এর সুরক্ষা পরামর্শ বোর্ড ছাড়াও অতিরিক্ত, যেটি 16 জন পেশাদার এবং তিনজন ইয়ুথ অ্যাডভোকেটকে নিয়ে গঠিত হয়েছে, যারা সুরক্ষা সংক্রান্ত বিষয়ে Snap-কে সরাসরি পরামর্শ দিয়ে থাকেন। আমরা 2025-এর জন্য অপেক্ষায় রয়েছি, যেখানে আমরা উভয় গ্রুপের সদস্যদের একত্রিত হতে এবং অতিরিক্ত অনর্দৃষ্টি তৈরি করার আরও সুযোগ তৈরি হবে বলে আশা করছি।

III. সচেতনতা তৈরি 

আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগ এবং বিশেষজ্ঞ ও ইন্ডাস্ট্রি জুড়ে আমরা যে কাজ করি, তার বাইরেও অনলাইনের যৌন নির্যাতন ও ভয় দেখিয়ে যৌন নিপিড়ন স্কিমের মোকাবিলা করার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সাধারণ জনগণ এবং Snapchatter-দের মধ্যে সচেতনতা তৈরি করা।

2022 সালে আমরা ডিজিটাল কল্যাণ সূচক চালু করেছি, যেটি হলো বিভিন্ন প্ল্যাটফর্মে কিশোর-কিশোরী এবং সদ্য প্রাপ্তবয়স্করা কীভাবে অনলাইনে কার্যক্রম পরিচালনা করছেন, সে ব্যাপারে ইন্ডাস্ট্রির গবেষণা সংক্রান্ত অগ্রণী দৃষ্টিভঙ্গি প্রদান করে। এই গবেষণার অংশ হিসাবে বিগত দুই বছর ধরে আমরা এই সমস্যা নিয়ে গভীর আলোচনা করেছি। তার কারণ এই গবেষণার মধ্যে সাধারণত অনলাইন অভিজ্ঞতা অন্তর্ভুক্ত থাকে, শুধুমাত্র Snapchat-এর মধ্যে তা সীমাবদ্ধ থাকে না। এটি কেবলমাত্র আমাদের কাজকে সাহায্য করাই নয়, তার পাশাপাশি সামগ্রিকভাবে প্রযুক্তি ক্ষেত্রে এটি অন্যদের কাছে দৃষ্টিভঙ্গি প্রদান করবে বলে আমরা আশা করি। এই মাসের শেষের দিকে আমরা অপ্রাপ্তবয়স্কদের যৌন ভয় দেখিয়ে আর্থিক হয়রানির ব্যাপারে আসন্ন ভার্চুয়াল মাল্টি-স্টেকহোল্ডার ফোরামের টেকনোলজি কোয়ালিশন সহযোগে আমার আমাদের দুই বছরের গভীর গবেষণার ফলাফল শেয়ার করব।

এই বছরের প্রথম দিকে আমরা Know2Protect-কে সাপোর্ট করা প্রথম সত্তা হিসাবে সম্মানিত হয়েছি, যেটি এই বছরের প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (DHS) কর্তৃক সর্বপ্রথম এই ধরনের একটি জনসচেতনতা প্রচার হিসাবে লঞ্চ করা হয়েছিল। এই প্রচারের মাধ্যমে অনুরূপ যৌনতার ভয় দেখিয়ে আর্থিক হয়রানির মতো অপরাধ প্রতিরোধ ও তার মোকাবিলা করতে সাহায্য করতে কম বয়সী লোকজন, মা-বাবা, বিশ্বস্ত প্রাপ্তবয়স্ক এবং নীতি নির্ধারকদের শিক্ষা দেয় ও ক্ষমতা প্রদান করে। K2P শিক্ষামূলক রিসোর্সের জন্য Snapchat-এ থাকা বিজ্ঞাপন দেওয়ার স্পেসে দিয়ে দেওয়ার পাশাপাশি আমরা প্রচারের ব্যাপারে আরও অবগত করতে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা কিশোর-কিশোরী এবং সদ্য প্রাপ্তবয়স্কদের নিয়ে অতিরিক্ত গবেষণা পরিচালনা করছি। এছাড়া আমরা একটি Know2Protect ক্যুইজের মাধ্যমে Snapchatter-দেরকে শিক্ষিত করে তুলতে সাহায্য করতে একটি অগমেন্টেড রিয়েলিটি Snapchat লেন্স কো-লঞ্চ করেছি। এবং যুক্তরাজ্যে আমরা এই সমস্যাগুলো নিয়ে এখনও পর্যন্ত IWF-এর ব্যাপকভাবে লোকজনের কাছে পৌঁছানো জনসচেতনতা গড়ে তোলার প্রচার Gurls Out Loud সাপোর্ট করেছি, যেটি অনলাইন যৌনতা সংক্রান্ত গ্রুপিং, সেক্সটিং এবং নগ্ন ছবি পাঠানোর ব্যাপারে 11-থেকে-13-বছর-বয়সী মেয়েদেরকে সচেতন করার জন্য ডিজাইন করা হয়েছে। এছাড়া আমরা সম্প্রতি একটি Snapchat-এ শিক্ষক-শিক্ষিকার গাইড লঞ্চ করেছি, যার জন্য শিক্ষক-শিক্ষিকাদের ব্যবহারের জন্য একটি সামগ্রিক টুলকিট গড়ে তুলতে 'Safe and Sound Schools'-এর সঙ্গে পার্টনারশিপ তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে কীভাবে সেক্সটরশনের মোকাবিলা করতে হয়, সেই সংক্রান্ত তথ্য এবং নির্দেশিকা।

বিগত বছরগুলো ধরে আমাদের গবেষণার ভিত্তিতে আমরা জেনেছি যে অনলাইনের নানা ক্ষতি বা লোকসান প্রতিরোধ করতে সাহায্য করার জন্য সচেতনতা গড়ে তোলা এবং কমিউনিটির শিক্ষা একটি শক্তিশালী টুল এবং আমরা Snapchat-এ সরাসরি কিশোর-কিশোরী এবং কম বয়সী লোকজনদের কাছে পৌঁছাতে ইন-অ্যাপ রিসোর্স প্রস্তুত ও প্রচার করার কাজ চালিয়ে যাব। 2023 সালের সেপ্টেম্বরে, আমরা আমাদের চারটি নতুন ইন-অ্যাপসুরক্ষিত থাকার স্ন্যাপশট” এপিসোড রিলিজ করেছি, যেগুলোতে যৌনতার ভয় দেখিয়ে আর্থিক হয়রানি সহ যৌনতামূলক ঝুঁকি ও ক্ষতির উপর নজর দেওয়া হয়েছে। এছাড়া আমরা যৌনতার উদ্দেশ্যে শিশু পাচার এবং যৌন উদ্দেশ্যের জন্য শিশুদের অনলাইন গ্রুপিং, নগ্ন ছবি তৈরি ও শেয়ার করার পরিণতি এবং সেক্সটিংয়ের এপিসোড অফার করছি। এই সমস্ত রিসোর্সগুলো ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন (NCMEC)-এ থাকা বিশেষজ্ঞদের দ্বারা পর্যালোচনা করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ভৌগলিক অঞ্চলগুলোতে প্রাসঙ্গিক হটলাইন ও হেল্পলাইন সহ সহযোগিতা দিয়ে তৈরি করা হয়েছে।

আমরা অনলাইনে শিশুদের যৌন শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা চালিয়ে যাব, তবে এর বাইরেও আরও অনেক কিছু করার বাকি। 2025 সালে আমরা সম্ভাব্য অনলাইন ক্ষতির ব্যাপারে সচেতনতা গড়ে তোলার কাজ চালিয়ে যাব এবং আগের মতোই আবার বলতে থাকব, যে কেউ সম্ভাব্য টার্গেট হতে পারেন। যারা খারাপ কাজ করে, আমরা আগেভাগে এবং প্রায়শই তাদের কাজে ব্যাঘাত ঘটাতে চাই এবং আইন সংক্রান্ত বাস্তবায়নের জন্য আরও বেশি পদক্ষেপ গ্রহণযোগ্য CyberTips তৈরি করতে চাই।

এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে নকল ওষূধ সহ সব অবৈধ মাদক, সহিংসতার হুমকি এবং নিজের ক্ষতি করা সংক্রান্ত বিষয়বস্তু সহ মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে আমরা অনেকই একই কৌশল অবলম্বন করেছি। আমরা এটা জানি যে এই ক্ষেত্রটিতে আমাদের কাজ কখনোই শেষ হবে না। তবে আমরা Snapchatter-দের সুরক্ষার ব্যাপারে গভীরভাবে যত্ন নিই এবং তথ্যের আদান-প্রদান করতে এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করে তুলতে ইন্ডাস্ট্রি, সরকার এবং আইন বাস্তবায়ন সংস্থা জুড়ে সবার সঙ্গে সহযোগিতামূলক কাজ করা চালিয়ে যাব।

খবরে ফিরে যান