Snapchat নিরাপত্তা কেন্দ্র

পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে বিভিন্ন মুহূর্ত শেয়ার করার একটি দ্রুত এবং মজার উপায় হল Snapchat। আমাদের কমিউনিটির অধিকাংশরাই প্রতিদিন Snapchat ব্যবহার করেন। সুতরাং এটা দেখে অবাক হওয়ার কিছু নেই যে বাবা-মা এবং শিক্ষকরা নিয়মিতভাবে আমাদের পরামর্শ চান। আপনার উদ্বেগকে আমরা গুরুত্ব দিই এবং সৃষ্টিশীলতা ও ভাব প্রকাশের জন্য একটি নিরাপদ, মজায় ভরপুর পরিবেশ প্রদান করতে পারব বলে আশা রাখি।

রিপোর্ট করা সহজ!

ইন-অ্যাপ রিপোর্টিং

অ্যাপ থেকেই সরাসরি অনুপযুক্ত কনটেন্টের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ জানাতে পারেন! Snap টি এক চাপ দিয়ে ধরে রাখুন, তারপর 'রিপোর্ট Snap'️ বোতামে ট্যাপ করুন। কী ঘটেছে আমাদের জানান - আমরা সাহায্য করতে আপ্রাণ চেষ্টা করব! ইন-অ্যাপ অপব্যবহার রিপোর্ট করার উপায় সম্পর্কে আরও জানুন এবং Snapchat-এ অভিযোগ জানানোর ব্যাপারে আমাদের দ্রুত নির্দেশিকা দেখুন

নিরাপত্তা হল একটি যৌথ দায়িত্ব

শুরু থেকেই Snapchat'এর মূল বার্তা ছিল মানুষকে তাদের ক্যামেরার সাহায্যে ভাব প্রকাশে সক্ষম করে তোলা। আমরা এরকম একটি সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করতে চাইনি যেখানে স্বয়ংক্রিয়ভাবে আপনার পরিচিত সবাই আপনার বন্ধু হয়ে ওঠেন বা যেখানে শুধুমাত্র জনপ্রিয় জিনিস দেখানো হয়। এর বদলে আমরা চেয়েছি লোকজন, প্রকাশক এবং ব্র্যান্ডগুলি যেন সহজে তাদের গল্প বলতে পারে- তাদের নিজস্ব পদ্ধতিতে!
ব্যক্তিগত যোগাযোগের জন্য Snapchat, সম্প্রচারের জন্য নয়।
দ্রুত এবং সহজে যোগাযোগ করার জন্য Snaps তৈরি করা হয়েছে, সেই কারণেই ডিফল্ট হিসাবে এটা পরে মুছে দেওয়া হয়! যা আপনি সরাসরি পাঠান বা আপনার গল্পতে সর্বজনীন দর্শকের জন্য পোস্ট করেন, কেবলমাত্র সেগুলিই বন্ধুরা দেখতে পাবেন।
নিরাপত্তামূলক পদক্ষেপের অংশীদারিত্ব।
Snap আমাদের কমিউনিটির নিরাপত্তা ও কল্যাণে গভীরভাবে অঙ্গীকারবদ্ধ। Snapchatter-দেরকে নিরাপদ ও অবহিত রাখতে আমাদের টিম, পণ্য, নীতি ও অংশীদারিত্ব কাঠামোগতভাবেই নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়।
আমাদের প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতে আমাদের রয়েছে একটি নিজস্ব কনটেন্ট মডারেটরের টিম। এছাড়াও আমরা Snapchatter-দের প্রয়োজনে রিসোর্স সরবরাহ ও সহযোগিতা করতে ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞগণ এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করি।
ট্রাস্টেড ফ্ল্যাগার প্রোগ্রাম।
যেসকল অলাভজনক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও), নির্বাচিত সরকারি সংস্থা ও নিরাপত্তা অংশীদাররা Snapchat কমিউনিটিকে সহযোগিতা করে এবং আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনকারী কনটেন্ট রিপোর্ট করে, সেগুলোকে সহযোগিতা করার জন্য আমরা ট্রাস্টেড ফ্ল্যাগার প্রোগ্রাম গড়ে তুলেছি।
নিরাপত্তা উপদেষ্টা বোর্ড।
এছাড়াও, Snapchat কমিউনিটিকে কীভাবে নিরাপদ রাখা যায় সে সম্পর্কে আমাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বোর্ডের সদস্যরা Snap-কে শিক্ষা দেয়, চ্যালেঞ্জ করে, সমস্যা উত্থাপন করে ও পরামর্শ দেয়।
আমাদের অংশীদারিত্বের মাধ্যমে আমরা রিসোর্স তৈরি করতে সক্ষম হয়েছি, যার একটি উদাহরণ হল আপনার জন্য এখানে। এটি অনুসন্ধানে থাকা একটি বিশেষায়িত সেকশন, যেখানে পেশাদার অলাভজনক প্রতিষ্ঠানের এলাকা-ভিত্তিক রিসোর্স ও কনটেন্ট থাকে। কেউ যখন বিপদগ্রস্ত অবস্থায় থাকার মত কোনো শব্দ টাইপ করে তখন এগুলো দেখানো হয়। আমরা আরও চালু করেছি সুরক্ষিত থাকার স্ন্যাপশট যা তথ্যের গোপনীয়তা, সুরক্ষা ও অনলাইন নিরাপত্তার মত বিষয়গুলো সম্পর্কে Snapchatter-দেরকে শেখানোর উদ্দেশ্যে তৈরি আমাদের একটি ডিজিটাল শিক্ষা কার্যক্রম। আমাদের সুস্থতার সংস্থান সম্পর্কে আরও তথ্যের জন্য, আমাদের Snapchat সুস্থতা সংস্থানের কুইক-গাইড ডাউনলোড করুন!
ডিজিটাল কল্যাণ সূচক এবং গবেষণা
কিশোর-কিশোরী এবং সদ্য যুবক-যুবতীরা অনলাইনে কীভাবে রয়েছে সে ব্যাপারে ইনসাইট অফার করার জন্য আমরা Generation Z-এর ডিজিটাল কল্যাণ সম্পর্কে গবেষণা চালিয়েছি। চার দশকেরও বেশি সময় ধরে নির্দিষ্ট বিষয়ের ওপর ভিত করে গড়ে ওঠা কল্যাণ সংক্রান্ত গবেষণাটি ডিজিটাল কল্যাণ সূচক DWBI, যেটি Gen Z-এর অনলাইন মনস্তাত্ত্বিক কল্যাণের একটি পদক্ষেপ, তা প্রস্তুত করতে অনলাইন পরিবেশের জন্য গ্রহণ করা হয়েছিল। 2022 সালে, আমরা এই ছয়টি দেশে কিশোর-কিশোরী (13-17 বছর বয়সী), সদ্য যুবক-যুবতী (18-24 বছর বয়সী) এবং 13 থেকে 19 বছর বয়সী কিশোর-কিশোরীদের বাবা-মায়েদের ওপর সমীক্ষা চালিয়েছি: অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, ভারত, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা তাদেরকে বিভিন্ন ধরনের অনলাইন ঝুঁকি বা বিপদ সংক্রান্ত প্রশ্ন করেছি, সেই সব ফলাফল এবং প্রাসঙ্গিক জবাব থেকে প্রতিটি দেশের জন্য একটি করে DWBI প্রস্তুত করা হয়েছে এবং ছয়টির রিডিং একত্রিত করেছি। ছয়টি ভৌগলিক অঞ্চলের 2022 ডিজিটাল কল্যাণ সূচক রয়েছে 62-তে। ডিজিটাল কল্যাণ সূচক এবং গবেষণার তথ্যের ব্যাপারে আরও জানতে অনুগ্রহ করে আমাদের DWBI পেজটি ভিজিট করুন। 

নিরাপদ থাকার পরামর্শ

বিগত বছরগুলিতে Snapchat'এর যত অগ্রগতি হয়েছে, তার মধ্যে আপনার গোপনীয়তা এবং নিরাপত্তা সর্বদা গুরুত্ব পেয়েছে। তা সত্ত্বেও বাড়তি সতর্কতা হিসেবে আপনি কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন!
Snapchat-এ শিষ্টাচার
অন্যান্য Snapchatter-এর প্রতি আন্তরিক এবং শ্রদ্ধাশীল হউন। নিজের Snap সম্বন্ধে চিন্তাভাবনা করুন এবং লোকজনকে এমন কিছু পাঠাবেন না যা তারা পছন্দ করেন না।
ডিফল্ট হিসাবে Snaps মুছে ফেলা হয়, তবে...
মনে রাখবেন যে ডিফল্ট হিসাবে Snaps যাতে মুছে যায়, সেভাবে ডিজাইন করা হলেও কোনো বন্ধু চাইলে স্ক্রিনশট নিতে পারেন অথবা অন্য ডিভাইস দিয়ে সেটির ছবি তুলে রাখতে পারেন।
গোপনীয়তা বিষয়ক সেটিংস
গোপনীয়তা সেটিংস: আপনাকে কে Snaps পাঠাতে পারেন বা Snap Map -এ আপনার স্টোরি এবং লোকেশন দেখতে পারেন, তা বেছে নিতে আপনার গোপনীয়তা সংক্রান্ত সেটিংস পরীক্ষা করুন।
বন্ধু
আপনার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে যোগাযোগ বজায় রাখার জন্য Snapchat তৈরি করা হয়েছিল। তাই বাস্তব জীবনে আপনি যাকে চেনেন না, এমন কোনো ব্যক্তির সাথে বন্ধু না হওয়াই ভালো।
কমিউনিটি নির্দেশিকাসমূহ
আমাদের কমিউনিটি নির্দেশিকা পড়ুন এবং তা অনুসরণ করুন। আপনার বন্ধুদেরও সেগুলি অনুসরণ করতে সাহায্য করুন!
নিরাপত্তা উদ্বেগ রিপোর্ট করুন
আপনি যদি অস্বাভাবিক কিছু দেখতে পান অথবা কেউ যদি আপনাকে অনুপযুক্ত কিছু করতে বলেন অথবা সেটা যদি আপনাকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়, তাহলে অনুগ্রহ করে সেই Snap-এর বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ জানান - এবং এই ব্যাপারে আপনার বাবা-মা অথবা বিশ্বস্ত কোনো প্রাপ্তবয়স্কের সাথে কথা বলুন।
ভয় দেখানো
কেউ যদি আপনাকে ভয় দেখায় অথবা হেনস্থা করে, তাহলে সংশ্লিষ্ট Snap-এর বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ জানান - এবং এই ব্যাপারে আপনার বাবা-মা অথবা বিশ্বস্ত কোনো প্রাপ্তবয়স্কের সাথে কথা বলুন। আপনি চাইলে সেই ব্যক্তিকে ব্লক করতে পারেন এবং যেখানে ভয় দেখানো হচ্ছিল, সেই গ্রুপ চ্যাট ছেড়ে যেতে পারেন।
  • অতিরিক্ত সহায়তা: Snapchat মার্কিন যুক্তরাষ্ট্রে Snapchatter'দের বাড়তি সহায়তা এবং সংস্থান প্রদান করতে ক্রাইসিস টেক্সট লাইনের সাথে জোট বেঁধেছে। ক্রাইসিস টেক্সট লাইনে একজন লাইভ, প্রশিক্ষণ প্রাপ্ত ক্রাইসিস কাউন্সেলরের সাথে চ্যাট করতে কেবলমাত্র KIND লিখে পাঠান 741741 নম্বরে। এই পরিষেবা বিনামূল্যে 24/7 উপলভ্য!
পাসওয়ার্ড সংক্রান্ত নিরাপত্তা
আপনার পাসওয়ার্ড নিরাপদে রাখুন এবং অন্য কোনো লোকজন, অ্যাপলিকেশন বা ওয়েবসাইটের সাথে কোনো পরিস্থিতিতেই শেয়ার করবেন না। এছাড়া আপনার ব্যবহার করা প্রতিটি সেবার জন্য আমরা পৃথক পাসওয়ার্ড প্রয়োগের পরামর্শ দিই।
সুরক্ষিত থাকার স্ন্যাপশট সাবস্ক্রাইব করুন
সুরক্ষা এবং গোপনীয়তার পরামর্শ ও কৌশলের ব্যাপারে Snapchatter'দেরকে ডিজিটাল শিক্ষা দিতে এবং সচেতন করে তুলতে এই আবিষ্কার চ্যানেল তৈরি করা হয়েছিল।
আবিষ্কার সংক্রান্ত কনটেন্ট পরিচালনা করুন
আবিষ্কার এ আপনি বন্ধুদের স্টোরি, প্রকাশকের স্টোরি, অনুষ্ঠান এবং Snap Map সারা বিশ্বে কী ঘটছে তা জানার জন্য দেখতে পারেন! এছাড়া আপনি কী বিষয়বস্তু আবিষ্কারে দেখতে চান, তাও ঠিক করতে পারেন।
  • বন্ধু: কাদের সাথে আপনার সর্বাধিক যোগাযোগ রয়েছে তার ভিত্তিতে বন্ধুদের গল্প ক্রমানুসারে সাজানো হয়, ফলে মূলত আপনার প্রিয় মানুষদের আপনি দেখতে পাবেন। কীভাবে বন্ধু তালিকা পরিচালনা বা নতুন বন্ধু যোগ করবেন সে সম্পর্কে আরও জানুন।
  • সাবস্ক্রিপশনগুলি: বন্ধু সেকশনের ঠিক নিচেই দেখতে পাবেন প্রকাশক, নির্মাতা এবং অন্যান্য চ্যানেল থেকে আসা আপনার বিষয়বস্তু যেখানে আপনি সদস্যপদ নিয়েছেন। সাম্প্রতিকতম গল্পের আপডেটের ভিত্তিতে এগুলির ক্রমবিন্যাস করা হয়।
  • আবিষ্কার: এখানে আপনি এমন সব প্রকাশক, নির্মাতাদের সুপারিশকৃত গল্পের একটি ক্রমবর্ধমান তালিকা দেখতে পাবেন, যাদের আপনি এখনও সাবস্ক্রাইব করেননি — পাশাপাশি এখানে থাকবে স্পনসর করা গল্প এবং বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের কমিউনিটির গল্প। আপনার চোখে পড়া কোনো গল্প যদি আপনার একেবারেই পছন্দ না হয়, তাহলে ওই গল্পে একটু সময় চেপে ধরে রাখুন এবং 'লুকানো' এ ট্যাপ যেকোনো গল্প লুকিয়ে রাখতে পারেন।
  • আবিষ্কার'এ গল্প লুকিয়ে রাখা: যে গল্প আপনি দেখতে চান না সেটি লুকিয়ে রাখতে পারেন। এর জন্য শুধুমাত্র গল্পটিতে চেপে একটু সময় ধরে রাখুন এবং তারপর 'লুকানো'-তে ট্যাপ করুন।
  • আবিষ্কার'এ গল্পগুলির রিপোর্টিং: আবিষ্কার'এ যদি অনুপযুক্ত কিছু দেখতে পান, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন! অনুপযুক্ত Snap'টি কেবল ট্যাপ করে ধরে থাকুন, এবং এটি রিপোর্ট করতে 'Snap রিপোর্ট করুন' বোতামটিতে ট্যাপ করুন।
ন্যূনতম বয়স
Snapchat-এর নিয়ম অনুযায়ী এটি ব্যবহার করতে হলে 13+ বয়স হতে হবে এবং আমরা যদি জানতে পারি যে 13 বছরের কম বয়সী কেউ অ্যাকাউন্ট ব্যবহার করছে, তাহলে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে আমরা পদক্ষেপ নিই।