Prohibited Content

Deceptive Content

আমরা প্রতারণামূলক বিজ্ঞাপনের বিরুদ্ধে আমাদের প্রয়োগ সম্পর্কে সতর্ক আছি। জালিয়াতির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের স্ক্যাম ও প্রতারণামূলক মার্কেটিং পদ্ধতি যা কমিউনিটির আস্থার অপব্যবহার করে তা নাহলে ব্যবহারকারীদের কেনাকাটা করতে প্রলুব্ধ করে অথবা বিভ্রান্তিকর অজুহাতের মাধ্যমে কার্যকলাপে জড়িত হয়।

আমরা নিষিদ্ধ করি:

  • যেসব বিজ্ঞাপন মিথ্যা বা প্রতারণাপূর্ণ, বিভ্রান্তিকর দাবি, অফার, কার্যকারিতা বা ব্যবসায়িক অনুশীলন সহ।

  • অননুমোদিত বা অপ্রকাশিত স্পনসর্ড‌ কন্টেন্ট
    প্রতারণামূলক পণ্য বা পরিষেবার প্রচার করা, যার মধ্যে রয়েছে জাল ডকুমেন্ট বা সার্টিফিকেট অথবা জাল পণ্য।

  • Snapchat ফিচার বা ফর্ম্যা‌টের ধরন বা কার্যকারিতা অনুকরণ করে এমন কন্টেন্ট তৈরি বা শেয়ার করা।

  • যেসব বিজ্ঞাপনে কোনো কিছু করার জন্য প্রতারণামূলক আহ্বান থাকে অথবা বিজ্ঞাপিত ব্র্যান্ড বা কনটেন্টের সঙ্গে সম্পর্কিত নয় এমন ল্যান্ডিং পেজে নিয়ে যায়।

  • আড়াল সৃষ্টি, ল্যান্ডিং পেজে যাওয়া আটকে দেওয়া, অথবা জমা করার পর URL এর বিষয়বস্তু পরিবর্তিত করা, যাতে পর্যালোচনা থেকে বিরত থাকা যায়।

  • যেসব বিজ্ঞাপন অসাধু আচরণ উৎসাহিত করে (যেমন, জাল আইডি, চৌর্যবৃত্তি, প্রবন্ধ লেখার পরিষেবার বিজ্ঞাপন)।

  • পণ্য সরবরাহ না করা বা শিপিং বিলম্ব বা তালিকার সীমাবদ্ধতা ভুলভাবে উপস্থাপন করা

  • সাবলিমিনাল কৌশলের ব্যবহার

  • শিল্প নির্দিষ্টও দেখুন: আর্থিক পণ্য ও পরিষেবা

Up Next:

Hate, Terrorism and Extremism

Read Next